অনেক দিন ধরেই শখ ছিল ইউনিক কিছু করার। তাই আর দেরি না করে বসন্ত আসার আগেই বসন্ত নামিয়ে ফেললেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মধুমিতা সরকার। সম্প্রতি ফুলেল পোশাক পরে তিনি ফ্যাশনিস্তা ভক্তদের নজর কেড়েছেন।
একসময় বাংলাদেশে এই সুন্দরী অভিনেত্রী রীতিমতো ক্রেজ তৈরি করেছিলেন। এখনো তিনি সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ে পারদর্শী মধুমিতা একজন খাঁটি ফ্যাশনিস্তা। ওয়েস্টার্ন, ইন্দো-ওয়েস্টার্ন, ফিউশন, ট্র্যাডিশনাল—এককথায় যেকোনো পোশাকেই তিনি এক শতে এক শ। ইনস্টাগ্রামে একবার ঢুঁ মারলেই দেখা যাবে স্টাইলের ব্যাপারে মধুমিতা বেশ সচেতন। পোশাকের সঙ্গে অনুষঙ্গ আর সাজ কেমন হবে, এ সবকিছুই তাঁর নখদর্পণে থাকে।
তবে সম্প্রতি সবকিছুকে পেছনে ফেলে মধুমিতা তাঁর ফ্যাশনিস্তা ভক্তদের চমকে দিয়েছেন নতুনভাবে ও নতুন লুকে। একদম ভিন্ন সাজে ফ্রেমে হাজির হয়েছেন তিনি। পরনে ফুলেল পোশাক। একদম তাজা গোলাপে তৈরি পোশাকটি।
ভক্তরা শুনলে অবাক হবেন, এ গাউনটি অভিনেত্রী নিজেই ডিজাইন করেছেন। আরেকটি চমক হলো, ফ্লোরছোঁয়া এই গাউনে নিখুঁতভাবে বসানো হয়েছে ১০ হাজার রংবেরঙের গোলাপ, যা মধুমিতা নিজে বাজারে গিয়ে পছন্দ করে কিনেছেন।
তিনি জানিয়েছেন, পোশাকটির আইডিয়া নিজের হলেও বানিয়ে দিয়েছেন তাঁর এক কাছের ডিজাইনার বান্ধবী। আউটফিটের ফুলের সঙ্গে মিল রেখে তিনি ছেড়ে রাখা সেমি কার্ল হেয়ারস্টাইলেও ফুল দিয়েছেন। এক হাতেও তাঁর ফুলের তৈরি ব্রেসলেট। সাজে স্নিগ্ধ আমেজ প্রকাশ পেয়েছে। ছবিগুলো একনজরে দেখলে সত্যিই মনে হবে যেন রূপকথার ফুলকুমারি।
অনেক দিন ধরেই মধুমিতার শখ ছিল ইউনিক কিছু করার। তাই আর দেরি না করে বসন্ত আসার আগেই বসন্ত নামিয়ে ফেললেন মধুমিতা। নানা পোজের ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন সুন্দর একটি ক্যাপশন।
তিনি জানিয়েছেন, ফুল ফুটুক ফুটুক ফুটুক, আজ বসন্ত। এই বছর তাঁর জন্য ভীষণ স্পেশাল। কারণ, গত বছরের শেষের দিকেই তাঁর জীবনে এসেছে নতুন মানুষ। অনেকেই ভাবছেন, সেই উচ্ছ্বাস প্রকাশেরই একটি মাধ্যম এই আবেদন ছড়ানো ফুলেল পোশাকটি।
ছবি: মধুমিতার ইন্সটাগ্রাম