নাম তাঁর তানজিম সাইয়ারা তটিনী। তটিনী মানে নদী। আর এই নাম বর্তমানে বাংলাদেশের ছোট পর্দায় নদীর মতোই বয়ে চলেছে। নাটক ও বিজ্ঞাপনে অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে দর্শকদের মন কেড়েছেন তিনি। তাঁর বাহুল্যবর্জিত স্নিগ্ধ ও মিনিমাল সাজ, পর্দায় সাবলীল উপস্থিতি আর নিজস্ব স্টাইলের কথা আলাদাভাবে বলতেই হয়। ফ্যাশনের বিষয়ে তটিনী মিনিমাল হলেও বেশ সচেতন, যা আলাদাভাবে ভক্তদের মনে জায়গা করে নিয়েছে।
অভিনেত্রী শীতপোশাকেও যে উষ্ণতা ছড়াতে জানেন, তা তাঁর সাম্প্রতিক ছবিগুলো দেখলেই বোঝা যাবে। দেশ ও বিদেশের নানা জায়গায় তিনি ফ্রেমবন্দী হয়েছেন। স্টাইলের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেননি। তা ছাড়া শীতকালে ফ্যাশনও জমে ওঠে অন্যভাবে। তাই অভিনেত্রীর সাজপোশাকেও প্রকাশ পেয়েছে নতুনত্ব। ফ্যাশনের সঙ্গে তটিনীর শীতকাল কেমন কাটছে, চলুন জেনে আসি—
সাদা কুর্তির ওপর সবুজ কার্ডিগান পরেছেন অভিনেত্রী। মিনিমাল জুয়েলারি আর সাজে বেশ সুন্দর লাগছে তাঁকে। আকর্ষণ কাড়ছে কালার করা সেমিকার্ল চুলগুলোও।
বেশ বোহো একটা ভাইব এসেছে তাঁর এই লুকে। কুর্তির ওপর পরেছেন খুব সুন্দর একটা জ্যামিতিক মোটিফের গোলাপি সোয়েটার। মাথায় ম্যাচিং টুপি। সঙ্গে নিয়েছেন কড়ি-পুতি-মিরর বসানো ঝোলা ব্যাগ। ষোলোকলা পূর্ণ হয়েছে তাঁর মিষ্টি হাসিতে।
একরঙা নীল সোয়েটারের সঙ্গে বিশেষ আকর্ষণ কাড়ছে রঙিন মাফলার। অভিনেত্রী তাঁর ছেড়ে রাখা চুলের সঙ্গে কানে গুঁজেছেন জংলি ফুল। ছবিটা শেয়ার করেছেন শ্রীমঙ্গল থেকে।
লাল মিডি ড্রেসের ওপর ধূসর-লাল রঙের খুব সুন্দর একটা সোয়েটার পরেছেন অভিনেত্রী। সঙ্গে নিয়েছেন স্লিং ব্যাগ।
ফো ফারের কালো হুডি আর মাথায় পরা টুপির স্টাইলে ফ্রেমবন্দী হয়েছেন তটিনী।
একদম ভিন্ন আমেজের হেয়ারস্টাইলে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। জুটি হয়েছে কালো ব্লেজার।
স্কার্টের সঙ্গে হাইনেক ফুলস্লিভ টপ পরেছেন। উইন্টার ফ্যাশনে এমন লুক অনুপ্রেরণা হতেই পারে।
ফ্রক স্টাইলের সাদা জামার সঙ্গে বেইজ রঙের ক্রপ ফ্রেঞ্চ কোট বেছে নিয়েছেন অভিনেত্রী। মাথায় শোভা বাড়িয়েছে উলের স্টাইলিশ টুপি। ছবিটা নেপাল থেকে শেয়ার করেছেন তিনি।
শীতচাদরের উষ্ণতায় জড়িয়ে আছেন প্রিয় পোশাকে।