সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

পাকিস্তানে ফিরছেন নোবেলজয়ী মালালা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের কনিষ্ঠতম নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই ইসলামাবাদে দুদিনব্যাপী নারী শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে পাকিস্তানে আসছেন। দেশটির শিক্ষা সচিব মহিউদ্দিন আহমদ ওয়ানি জানিয়েছেন, ১১ এবং ১২ জানুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেওয়া শেষে তিনি দেশে ফিরে যাবেন।

‘মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এ সম্মেলনের লক্ষ্য মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার উন্নয়নের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরা, আলোচনা উৎসাহিত করা এবং কার্যকর সমাধান খুঁজে বের করা।

সরকারি বিবৃতি অনুযায়ী, এ সম্মেলন উচ্চ পর্যায়ের আলোচনা এবং সহযোগিতার জন্য একটি আদর্শ মঞ্চ গড়ে দেবে। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তিনি তার বক্তব্যে মেয়েদের শিক্ষা ও লিঙ্গ সমতা উন্নয়নে জাতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

বিবৃতিতে জানানো হয়, ‘এই অনুষ্ঠানে ৪৪টি মুসলিম ও বন্ধু রাষ্ট্রের মন্ত্রী, রাষ্ট্রদূত, শিক্ষাবিদসহ ১৫০ জনের বেশি আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তি এবং ইউনেস্কো, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।’

সম্মেলনের শেষ দিন ইসলামাবাদ ডিক্লারেশন নামে একটি চুক্তি স্বাক্ষরিত হবে, যেখানে মুসলিম সমাজের পক্ষ থেকে মেয়েদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি পুনর্নির্ধারণ করা হবে।

এক সংবাদ সম্মেলনে ফেডারেল শিক্ষামন্ত্রী ড. খালিদ মাকবুল সিদ্দিকী জানান, চারটি প্রদেশের শিক্ষা মন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রীরাও সম্মেলনে অংশ নেবেন।  তিনি বলেন, ‘আমরা আফগান সমাজের ঐতিহ্যকে মূল্যায়ন করি এবং আফগান সরকারকেও সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। শিক্ষার দিক থেকে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে আছি।’

মালালা সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তান সফর করেছিলেন। তখন তিনি দেশের বন্যা আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ