টেলিভিশন দুনিয়ায় রুবিনা দিলাইক এক চেনা মুখ। ২০০৮ সালে টিভি সিরিয়ালে অভিষেক হয়। এরপর জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায়ই বিয়ে হয় তাঁর। বিগবস জেতেন তিনি দাপটের সঙ্গে। কিন্তু এ সময় তাঁর বৈবাহিক জীবন পড়ে সমূহ বিপদে। তবে বিগবস জেতার পর আবার সুখে সংসার করছেন রুবিনা ২০২০ সাল থেকে। দুই সন্তানের মা এই আবেদনময়ী অভিনেত্রী।
এর মাঝে মাতিয়েছেন ঝলক দিখলা যা আর ফিয়ার ফ্যাকটরের মতো শো। ব্যক্তিগত জীবনের মতো ক্যারিয়ারেও অনেক চড়াই উতরাইয়ের পর এখন কুকিং শো আর ড্রামা সিরিয়ালে সমানভাবে নজর কাড়ছেন। ওটিটি আর সিনেমায় দেখা গেলেও রুবিনা টেলিভিশনেরই। আর সব বাধা পেরিয়ে রুবিনা এগিয়ে যাচ্ছেন নিজের স্টাইলেই। চলুন তবে এই অভিনেত্রীর কিছু লুক দেখে নিই ইন্সটাগ্রাম থেকে।
রুবিনা দিলাইকের ন্যাচারাল বিউতি সবুসময় নজর কাড়ে। পরেছেন সাদা কুর্তি আর ঝুমকা
ঝলমলে সাজে আরেক রকমের আবেদন ছড়ান এই সুন্দরী অভিনেত্রী। এখানে তাঁকে দেখা যাচ্ছে সিকুইনের সোনালি জাম্পস্যুটে
ইজিপ্সহিয়ান স্টাইল কস্তিউমের সঙ্গে লাল ফুল নজর কাড়ছে রুবিনার লুকে
টিউব টপ আর ডেনিম অন ডেনিমের লুকে থার্ড পিস হয়েছে বর্ণিল স্কার্ফ
স্লিপড্রেস আর জ্যাকেটে আবেদনময়ী রুবিনা
বেগুনি থাই স্লিট স্যাটিন মনোক্রোম গাউনে রুবিনার লুক
নিজস্ব স্টাইলে চলেন রুবিনা। হুডেড সিকুইনের আউটফিট আর রেট্রো শেডসের সঙ্গে লাল লিপকালার চোখ ধাঁধাচ্ছে
বড় ঘেরের স্লিটেড ফ্লোরাল ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
গথিক ব্রাইড লুকে রুবিনা
বসলেডি লুকে নজর কাড়ছেন এই অভিনেত্রী ব্রোকেডের শার্টলেস প্যান্ট স্যুটে
হাই ওয়েস্টেড হট পিংক প্যান্ট আর বিডেড বর্ণিল তপের লুকে আকর্ষণ বাড়াচ্ছে ডিসকো বল ব্যাগ
শাড়ির লুকে আবেদননম্যী রুবিনা
তাঁর এই ম্যাটার্নিটি শ্যুটের ঝালমলে বাসন্তী লুক আলোচনায় এসেছিল বেশ
সিকুইনের নাচের পোশাকে রুবিনা। ঝলক দেখিয়েছিলেন তিনি ঝলক দিখলা যা নামের নাচের রিয়েলিটি শোয়ে
ছবি: রুবিনার ইন্সটাগ্রাম