অভিনেত্রী তানজিন তিশার রূপে সব সময় মজে থাকেন ভক্তরা। শাড়ি, লেহেঙ্গা বা সালোয়ার–কামিজের মতো এথনিক পোশাকে তাঁর জুড়ি নেই। এদিকে বিভিন্ন সময়ে পশ্চিমা পোশাকেও দেখি আমরা তাঁকে। ক্যাজুয়াল টি–শার্ট, স্যুট , গাউনসহ সব পোশাকেই সমান স্বচ্ছন্দ তিনি। হালকা শীতের আমেজে সম্প্রতি অভিনেত্রী ক্যামেরায় ধরা দিয়েছেন। বেছে নিয়েছেন এ সময়ে পরার মতো আউটফিট। শীত ফ্যাশনের তিনটি ভিন্ন লুকে তিনি যেন উষ্ণতা ছড়ালেন।
ব্লেজারের লুক
কালো টপ আর হাইওয়েস্ট বটমের সঙ্গে বিশেষভাবে নজর কাড়ছে অভিনেত্রীর লাল ব্লেজার। জুয়েলারি হিসেবে সঙ্গে পরেছেন সাদা পাথরের স্টেটমেন্ট নেকপিস। হাতে শোভা পাচ্ছে আংটি। দেশের সুপরিচিত সৌন্দর্যসদন গ্ল্যাম মেকওভার বিডি থেকে ন্যুড মেকআপে সেজেছেন তিনি। গ্ল্যামারাস এই সাজের সঙ্গে ছেড়ে রাখা হালকা কার্ল চুলে বেশ স্টাইলিশ লাগছে তাঁকে।
ফো-ফারের জ্যাকেট লুক
এই লুকে অভিনেত্রীকে বেশ স্টাইলিশ লাগছে। টপ আর কালো বটমের সঙ্গে বিশেষভাবে আকর্ষণ কাড়ছে লেয়ার করা কালো জ্যাকেটটি। খুব সুন্দর একটা ফো–ফারের জ্যাকেট পরেছেন তিনি। সঙ্গে কালো ফ্রেমের চশমা আর রেড লিপস বাড়িয়েছে ভিন্ন আবেদন। কানে পরেছেন হুপ দুল আর স্টাড। নেকপিসটাও বেশ সিম্পল আর সুন্দর। সবশেষে ছেড়ে রাখা চুলে অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন।
কালো গাউনে পার্টি লুক
কাটআউট আর সাইড স্লিট প্যাটার্নের কালো গাউন পরেছেন তিশা এই লুকে। সঙ্গে ম্যাচিং হাই হিল নজর কাড়ছে। জুয়েলারি হিসেবে বেছে নিয়েছেন গোল্ডেন হুপ দুল আর হাতে পরেছেন ঘড়ি। মেকআপে প্রাধান্য পেয়েছে ডার্ক লিপ কালার, আইশ্যাডো ও কালো আইলাইনার। এ সময় পার্টি লুকের সঙ্গে অভিনেত্রীর এই সাজপোশাক একদম মানানসই।