সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

সৌদি ক্লাব ছেড়ে ব্রাজিলে ফিরছেন নেইমার?

স্পোর্টস ডেস্ক

সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোস ফেরার দ্বারপ্রান্তে আছেন ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। একের পর এক ইনজুরির কারণে চলতি মৌসুমের বাকি সময়টার জন্য সৌদি প্রো লিগে নেইমারকে নিবন্ধন করা হবে না বলে জানিয়েছেন দলটির কোচ জর্জে জেসুস। ফলে ক্লাবটির হয়ে শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেই খেলতে পারবেন নেইমার।

এই সুযোগটা কাজে লাগিয়েই নেইমারকে দলে ফেরাতে চায় নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক এবং দলবদলের নির্ভরযোগ্য সংবাদদাতা ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমারকে ধারে দলে ফেরাতে আল হিলালকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সান্তোস এবং এমএলএসের একটি ক্লাবকে প্রতিযোগিতায় হারিয়ে এই সুপারস্টারকে দলে টানার দ্বারপ্রান্তে আছে ব্রাজিলিয়ান ক্লাবাটি।

এই চুক্তি সম্পন্ন হলে ছয় মাসের জন্য সান্তোসে যোগ দেবেন নেইমার। আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদও আছে আর ছয়মাস। অর্থ্যাৎ সৌদি আরবে নেইমারের দুঃস্বপ্নের অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে।

২০২৩ এর আগস্টে সৌদি প্রো লিগের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু সৌদি আরবে সময়টা ভালো কাটেনি এই ব্রাজিলিয়ান সুপারস্টারের। ইনজুরির কারণে মাঠের বাইরেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে তাকে। দেড় বছরের বেশি সময়ে ক্লাবটির হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি।

এই দলবদলে নেইমারকে দলে টানতে আগ্রহী ছিল মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে দেখা মিলত পুরনো সেই মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীর। কিন্তু এমএলএসের চেয়ে শৈশবের ক্লাবে ফেরাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা।

২০২৬ এ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপের আসর। ব্রাজিলের জার্সিতে এই টুর্নামেন্ট খেলেই অবসরে যেতে চান নেইমার। সে জন্য নতুন করে আবার শুরু করতে ইচ্ছুক এই সুপারস্টার। সান্তোসও ঘরের ছেলেকে সেই সুযোগ দিতে আগ্রহী। ক্লাবটি মনে করে, সেখানে যোগ দিলে নেইমার ইনজুরিমুক্ত থেকে সেরা সময়ের চেহারায় ফিরতে পারবেন।

নেইমারের ব্রাজিলে ফিরে আসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের দুই সতীর্থ রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র।

বার্সেলোনার তারকা রাফিনহা সম্প্রতি টিএনটি স্পোর্টস ব্রাসিলকে জানিয়েছেন, ‘হাই লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নেইমারের ফিরে আসা তার জন্যই শুধু নয়, আমাদের সবার জন্য ভালো হবে। ব্রাজিলিয়ান লিগ এখন বেশ উঁচুমানের এবং আমি মনে করি এটি তার জন্য আদর্শ স্থান।’

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘সান্তোসই তার জন্য সঠিক জায়গা, কারণ এটাই তার ঘর। এখানে সে অনেক খেলেছে। ব্রাজিলের জন্য নেইমারের মতো একজন খেলোয়াড় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভিনিসিয়াস আরও বলেন, ‘নেইমার আমাদের আইডল। আমরা আশা করি, তিনি দ্রুত মাঠে ফিরবেন এবং নিজের ও পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ