শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতি সাজছে বর্ণিল সাজে। নানা রঙের পোশাকে রঙিন হওয়ার সময়ও এসে গেছে। আর তাই ফ্যাশন-সচেতন তরুণ-তরুণীদের জন্য এবারের পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে পোশাকের সম্ভার সাজিয়েছে ফ্যাশন হাউস কে ক্র্যাফট।
বসন্ত উৎসব বাঙালির প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি। শীতের শেষে প্রকৃতিতে মিষ্টি ফাল্গুনের হাওয়া, নতুন ফুলে মেতে উঠবে চারপাশ। বসন্তে প্রকৃতি যেমন ফুলেল উৎসবে মেতে ওঠে তেমনি উৎসব প্রিয় বাঙালি বসন্তের প্রথম দিনটি উদ্যাপন করে বাহারি রঙের সাজ পোশাকে। বসন্ত যে এসে গেছে তার প্রকাশ যেন সাজ পোশাকেই ঘটে।
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস প্রিয় দুটি দিন একই দিনে হওয়ায় সাজ পোশাক নির্বাচনে একটু দ্বিধায় পরতে হয়। সমসাময়িক মোটিফ এবং প্রিন্টের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষভাবে বাছাই করা ডিজাইন, প্যাটার্ন ও রং। যা বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস দুটো উৎসবকেই সমানতালে ফুটিয়ে তুলবে। নারী, পুরুষ ও শিশুদের বছরজুড়ে পরার মতো দারুণ সব চলতি ফ্যাশনের দৃষ্টিনন্দন পোশাক নিয়েই কে ক্র্যাফটের এবারের আয়োজন।
শীতের শেষে প্রকৃতিতে মিষ্টি ফাল্গুনের হাওয়া যেমন থাকে, তেমনি সঙ্গে হালকা গরমেরও ছোঁয়া থাকে। তাই এ সময় সুতি কাপড়কেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবারের আয়োজনে। দিনে পোশাক নির্বাচনে সুতির পোশাক সবচেয়ে উপযোগী। তাছাড়া সন্ধ্যার পর সুতির পাশাপাশি জর্জেট, সিল্ক অথবা হাফ সিল্কের পোশাক বেছে নেয়া যেতে পারে।
নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। হলুদ কিংবা কমলার পাশাপাশি পোশাকের ক্ষেত্রে বেছে নেয়া যেতে পারে লাল, ম্যাজেন্টা, অফ-হোয়াইট, মেরী গোল্ড, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, স্যালমন রেড, পিচ, ব্রিক রেড, নীল, ফরেস্ট গ্রিন ইত্যাদি নানান রং। আবার এই দিনটিতে যেহেতু ভালোবাসা দিবসও থাকে তাই এই দিনে পরা যেতে পারে পছন্দের লাল বা নীল রং এর পোশাক।
ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে এথনিক, ট্র্যাডিশনাল, ফিউশনধর্মী নানা পোশাকের আয়োজন রয়েছে কে ক্র্যাফটের কালেকশনে। ফ্লোরাল, আলাম, এথনিক, ট্র্যাডিশনাল, জামদানি, ইক্কত, পেইসলে, জ্যামিতিক, ইত্যাদি নানা মোটিফে তৈরি কালেকশনটিতে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তা, রেগুলার কুর্তা, টপ, গাউন, কাফতান, টিউনিক, টপ-স্কার্ট, ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, শার্ট, কটি ও শিশুদের জন্য নানা আয়োজন তো থাকছেই। ফ্যামিলি পোশাক রয়েছে বরাবরের মত। এছাড়া যুগলদের জন্য রয়েছে বিশেষ পোশাক।
লাইফস্টাইল সেগমেন্টে থাকছে অরনামেন্টস, নানা উপহার সামগ্রী, হোম ডেকর আইটেম, স্যান্ডেলসহ নানা ফ্যাশন অনুষঙ্গ।
কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যে কোন প্রান্ত থেকে অনলাইন শপ kaykraft.com থেকে ফাল্গুন-ভালোবাসা দিবস এর পোশাক কেনা যাবে বিশেষ সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটার সুযোগ রয়েছে।
ছবি: কে ক্র্যাফটে