ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিসহ ৪৯ জন অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি সরকার। স্থানীয় গণমাধ্যম ‘লা রিপাবলিকা’, ‘স্কাইনিউজ’ ও ‘আনসা’-র প্রতিবেদন অনুযায়ী, ইতালির দ্বীপ লাম্পেদুসার ফাভারোলো বন্দর থেকে রোববার (২৭ জানুয়ারি) তাদের নিয়ে রওনা দেয় ইতালির নৌবাহিনীর জাহাজ ‘মারিনা মিলিটারি’।
বাংলাদেশ, মিশর, গাম্বিয়া এবং আইভরি কোস্টের নাগরিকদের নিয়ে রওনা হওয়া এ জাহাজটি আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার রাতে আলবেনিয়ার সেনজিন বন্দরে পৌঁছানোর কথা। এসব অভিবাসীদের প্রাথমিকভাবে আলবেনিয়ায় ইতালীয় অভিবাসী কেন্দ্রে রাখা হবে। এরপর দ্রুত আশ্রয় প্রক্রিয়া সম্পন্ন করে বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রতিবেদনে বলা হয়, ইতালির ‘নিরাপদ দেশের’ তালিকায় থাকা ৪৯ জন অভিবাসীকে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে। এদিকে, লাম্পেদুসার বন্দরে অবস্থানরত আরো ৫৩ জন অভিবাসীর কাছে নিজ দেশের পাসপোর্ট থাকায় তাদের আলবেনিয়ায় পাঠানো হয়নি।
গত বছর মে মাসে ইতালির মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে বাংলাদেশসহ ১৭টি দেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়। ইতালির অভিবাসন আইন অনুযায়ী, এসব দেশ থেকে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবেন, তাদের আলবেনিয়ায় স্থানান্তর করার বিধান রয়েছে।
ইতালির ‘নিরাপদ দেশ’ নীতির আওতায় যেসব দেশে যুদ্ধ বা চরম মানবিক সংকট নেই, সেসব দেশ থেকে আগত অভিবাসীদের থাকার অনুমতি দেওয়া হয় না। ইতালির এই পদক্ষেপের অংশ হিসেবে বারবার আলবেনিয়ায় অভিবাসীদের পাঠানো হলেও, এর আগের দুটি উদ্যোগ আদালতের নির্দেশে বন্ধ হয়েছিল।