শুরু হয়েছে বছরের অন্যতম প্রতীক্ষিত ফ্যাশন আয়োজন প্যারিস কতুর উইক। ২৭ জানুয়ারি শুরু হওয়া এই আয়োজন চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। স্প্রিং/সামার এডিশনের এই কতুর উইকের প্রথম দিন পোশাক প্রদর্শন করে বিখ্যাত ফ্যাশন ব্রান্ড ডিওর ও শিয়াপারেল্লি। যেখানে শিয়াপারেল্লির পোশাকে ইতমধ্যে সুপার মডেল কেন্ডাল জেনার নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে।
এই কতুর উইকের বিভিন্ন প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয় পুরো পৃথিবীর নামকরা তারকাদের। তাঁদের ফ্যাশনেবল উপস্থিতিতে মুখর হয়ে উঠে ফ্যাশন শোয়ের প্রথম সারিগুলো। চোখধাঁধানো ট্রেন্ডি পোশাক আর মেকআপে তারকাদের উপস্থিতি দেখতে অধীর আগ্রহে বসে থাকেন ফ্যাশনিস্তারা।
শিয়াপারেল্লির স্কাল্পচারাল বেশ গাউনে সুপার মডেল কেন্ডাল জেনার। কোরসেট গাউনটিতে যোগ করা হয়েছে ড্রামাটিক প্রসিউডিং হিপ। পোশাকটির রঙ নির্বাচন করা হয়েছে ২০২৫ সালের প্যানটোন কালার মোকা মুস থেকে। বিশেষ ধরনের সিনওয়াজেরি অ্যাম্ব্রয়ডারি নকশা রয়েছে পোশাকটিতে।
ডিওরের কালো রঙের শিয়ার পোশাকে হাজির হয়েছেন বলিউড ডিভা সোনম কাপুর। অ্যানিমেল ফারের ওভারকোটটি সোনমের স্টাইল স্টেটমেন্টে যোগ করেছে বিশেষত্ব।
কালো লং ফ্রকের সঙ্গে কালো বোম্বার কলার লেদার জ্যকেটে প্যারিস কতুর উইকে হাজির হয়েছেন কে পপ তারকা জিসু। ক্যাজুয়াল স্টাইলের এই পোশাকটিও ডিওরের।
বোন কেন্ডাল জেনারের রানওয়ে মাতানোর সাক্ষী হতে হাজির হয়েছিলেন কাইলি জেনারও। তার পরনে ছিলে শ্যানেলের রাউন্ড নেক শর্ট স্লিভ মিনি ড্রেস।