দক্ষিণি সুপারস্টার অল্লু অর্জুন আর রাশমিকা মান্দানার সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার সিকুয়েল ‘পুষ্পা-২ দ্য রুল’নিয়ে চলছে দর্শকদের মধ্যে উন্মাদনা।তবে এই দুইজন মূল চরিত্র ছাড়াও নজর কেড়েছেন দক্ষয়িনী চরিত্রে অন্যরকম দক্ষিণি সুন্দরী অনুসূয়া ভরদ্বাজ। সবে চল্লিশ পেরোনো অনুসূয়া নিজের লুক নিয়ে সবসময় অত্যন্ত আত্মবিশ্বাসী।
চলুন তবে তাঁর আকর্ষণীয় কিছু সাজপোশাকের ঝলক দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।
অনুসূয়া ভরদ্বাজ মুগ্ধ করেছেন পুষ্পার প্রথম পর্বে
পুষ্পা-২ তে তাঁকে দেখা গিয়েছে দক্ষয়িনী চরিত্রে
এই দক্ষিণি সুন্দরী গতবছর চল্লিশে পা দিয়েছেন। শাড়ি পরতে ভালোবাসেন তিনি
মাঝে মাঝে এমন ওয়েস্টার্নেও দেখা মেলে তাঁর
অনেকটাই নিজের মতো করে সাজপোশাক পরেন এই অভিনেত্রী। এখানে ডেনিম টপের সঙ্গে পরেছেন হালকা গোলাপি সুতির শাড়ি
অনুসূয়া আকর্ষণ ছড়াচ্ছেন সাদা টপ ও স্কার্টে
ডুরে শাড়ির সঙ্গে লাল একরঙা ব্লাউজ পরেছেন তিনি
সাঁতারপোশাকে আবেদনময়ী অনুসূয়া
কালো নেটের টপ পরেছেন এই অভিনেত্রী
দেশি লুকে খুবই মানায় তাঁকে
সাদা ঘাগড়া চোলি পরেছেন তিনি
হটপিংক ফিউশনওয়্যারের সঙ্গে সাদা স্নিকার্স পরেছেন অনুসূয়া
নুডল স্ট্র্যাপের আবেদনময় ব্লাউজের সঙ্গে সাদামাটা শাড়ির লুকে দারুণ লাগছে অনুসূয়াকে
ছবি: অনুসূয়ার ইন্সটাগ্রাম