মিরপুরে একটি শুটিংবাড়িতে ২০২৩ সালের শুরুতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। ওই বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন অভিনেত্রী। হাত, পা, চুলসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। বাঁচার সম্ভবনা খুব একটা নেই বলে চিকিৎসকরা জানিয়েছিলেন তখন। তবে মাস দুয়েক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আঁখি সুস্থ হওয়া শুরু করেন। তারপর থেকে বাসায় চিকিৎসা নিয়ে একটু একটু করে সেরে উঠছেন তিনি। বছর দুয়েক আগের এই দিনে (২৯ জানুয়ারি) অগ্নিদগ্ধ হয়েছিলেন অভিনেত্রী।
এ নিয়ে সামাজিক মাধ্যমে বুধবার (২৯ জানুয়ারি) একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। ওই সময়কার বেশকিছু ছবি প্রকাশ করেছেন আঁখি। সঙ্গে লিখেছেন, ৭৩০তম দিন। বেঁচে ফেরার দু বছর । হাসপাতালের ৬০ দিন ছিল আমার জন্য একটা রণক্ষেত্র। রণাঙ্গনের ঐ মুহূর্তগুলো কখনো শেয়ার করা হয়নি।
এরপর লেখেন, এই প্রতিটা মুহূর্ত আমার বেস্ট গিফট অব লাইফ। আমার অনুপ্রেরণা, শক্তি, উৎসাহ আর উদ্দীপনা। জীবনকে নতুন করে জানতে শেখা। নিজেকে নতুন করে ভালোবাসতে শেখা। পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখা। দোয়া তো দেখা যায় না অনুভব করা যায়। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে খুব ভালোবাসেন আর অনুভব করি শুধু কাছের মানুষ না, দূর থেকে দূরের মানুষদেরও আমার জন্য মন উজাড় করা দোয়া ছিলো। না হলে আজ আমার এই লেখার হাতটাও চলত না।
সবশেষে অভিনেত্রী লিখেছেন, পৃথিবীটা সত্যিই সুন্দর। আর তার চাইতেও সুন্দর পৃথিবীর মানুষগুলো। আমার সকল সহকর্মী, বন্ধু, আত্মীয় পরিজন সবার জন্য অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি।
প্রসঙ্গত, দগ্ধ হওয়ার এক বছর বছর তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ান শারমিন আঁখি। গত বছর জাস্ট ফিল নামের একটি নাটকে অভিনয় করেন। রাহাত কবিরের পরিচালনায় এতে আঁখি ছাড়াও অভিনয় করেন শরাফ আহমেদ জীবন, চিত্রলেখা গুহ, আবদুল্লাহ রানা প্রমুখ।