সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

হাসপাতালের ৬০ দিন ছিল আমার জন্য একটা রণক্ষেত্র: শারমিন আঁখি

বিনোদন ডেস্ক

মিরপুরে একটি শুটিংবাড়িতে ২০২৩ সালের শুরুতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখি। ওই বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন অভিনেত্রী। হাত, পা, চুলসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। বাঁচার সম্ভবনা খুব একটা নেই বলে চিকিৎসকরা জানিয়েছিলেন তখন। তবে মাস দুয়েক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে আঁখি সুস্থ হওয়া শুরু করেন। তারপর থেকে বাসায় চিকিৎসা নিয়ে একটু একটু করে সেরে উঠছেন তিনি। বছর দুয়েক আগের এই দিনে (২৯ জানুয়ারি) অগ্নিদগ্ধ হয়েছিলেন অভিনেত্রী।

এ নিয়ে সামাজিক মাধ্যমে বুধবার (২৯ জানুয়ারি) একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। ওই সময়কার বেশকিছু ছবি প্রকাশ করেছেন আঁখি। সঙ্গে লিখেছেন, ৭৩০তম দিন। বেঁচে ফেরার দু বছর । হাসপাতালের ৬০ দিন ছিল আমার জন্য একটা রণক্ষেত্র। রণাঙ্গনের ঐ মুহূর্তগুলো কখনো শেয়ার করা হয়নি।

এরপর লেখেন, এই প্রতিটা মুহূর্ত আমার বেস্ট গিফট অব লাইফ। আমার অনুপ্রেরণা, শক্তি, উৎসাহ আর উদ্দীপনা। জীবনকে নতুন করে জানতে শেখা। নিজেকে নতুন করে ভালোবাসতে শেখা। পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখা। দোয়া তো দেখা যায় না অনুভব করা যায়। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে খুব ভালোবাসেন আর অনুভব করি শুধু কাছের মানুষ না, দূর থেকে দূরের মানুষদেরও আমার জন্য মন উজাড় করা দোয়া ছিলো। না হলে আজ আমার এই লেখার হাতটাও চলত না।

সবশেষে অভিনেত্রী লিখেছেন, পৃথিবীটা সত্যিই সুন্দর। আর তার চাইতেও সুন্দর পৃথিবীর মানুষগুলো। আমার সকল সহকর্মী, বন্ধু, আত্মীয় পরিজন সবার জন্য অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি।

প্রসঙ্গত, দগ্ধ হওয়ার এক বছর বছর তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ান শারমিন আঁখি। গত বছর জাস্ট ফিল নামের একটি নাটকে অভিনয় করেন। রাহাত কবিরের পরিচালনায় এতে আঁখি ছাড়াও অভিনয় করেন শরাফ আহমেদ জীবন, চিত্রলেখা গুহ, আবদুল্লাহ রানা প্রমুখ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ