ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচও জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার থিম্পুতে বাংলাদেশ জিতেছে ৪–২ গোলের বড় ব্যবধানে। তবে এই ম্যাচে প্রথমে ২–০ গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে ঘুরে দাঁড়িয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাবিনা–ঋতুপর্নারা। বুধবার প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫–১ গোলে। অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই প্রীতি ম্যাচ দুটি খেলেছে বাংলাদেশ।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধে দুই গোল হজম করে চাপে পড়ে বাংলাদেশ। ১৫ মিনিটে ডেকি লাজুম গোল করে ভুটানকে এগিয়ে নেন। এর সাত মিনিট পরই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। দুই গোল হজম করে বাংলাদেশ মরিয়া হয়ে উঠে গোল শোধের জন্য।
৩৫তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। মাসুরার দারুণ ক্রস থেকে বল ধরে এক ডিফেন্ডারকে এড়িয়ে লক্ষ্যভেদ করেন সাবিনা। পাঁচ মিনিট আরও এক গোলের দেখা পায় বাংলাদেশ। সাবিনার কাছ থেকে বল পেয়ে সাগরিকাকে পাস দেন সুমাইয়া। বাঁ প্রান্তে বল ধরে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে বাংলাদেশ। ৬২ মিনিটে রিতুপর্ণা চাকমা গোল করেন। ৮৬ মিনিটে আরও একটি গোল পায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৪–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।