সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু, প্রশ্ন এসেছে শহীদ আবু সাঈদকে নিয়ে

অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ই ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন এসেছে জুলাই ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে। আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষায় বহুনির্বাচনী অংশে ছিল ২৪টি প্রশ্ন, এর মধ্যে সাধারণ জ্ঞান অংশে একটি প্রশ্ন ছিল জুলাই ছাত্র আন্দোলনে আবু সাঈদ কোন তারিখে শহীদ হয়েছেন।

চার বছর পর নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরল বিশ্ববিদ্যালয়টি। ২০১৯-২০ শিক্ষাবর্ষে সর্বশেষ নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছিল এ বিশ্ববিদ্যালয়।

চারুকলা অনুষদে মোট আসন ৬০টি। এর বিপরীতে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৩৭৫ জন। উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর, সময় বরাদ্দ রাখা হয়েছিল ১ ঘণ্টা ১০ মিনিট এবং বহুনির্বাচনী প্রশ্নে ২৪ নম্বর, সময় ২০ মিনিট বরাদ্দ ছিল। আর এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১২ নম্বর এবং এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১৬ নম্বর রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন প্রথম আলোকে বলেন, ‘প্রস্তুতি অনুসারে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। নিজস্ব পদ্ধতির পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যে ফিরে আসলাম। আজকের পরীক্ষায় ৯০ শতাংশ উপস্থিতি ছিল। অল্প সময়ের মধ্যে ফল প্রকাশিত হবে।’

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা দেয় ছাত্রসংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হেল্পডেস্ক বসিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা করেন তাঁরা। প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, ফাইল, কলম, স্কেল, পানি, ওষুধ বিতরণ করা হচ্ছে। সরঞ্জাম বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার হল খুঁজে দিতে নেতা–কর্মীদের সহযোগিতা করতে দেখা যায়।

ভর্তি পরীক্ষা দিতে জামালপুর থেকে আসা সাইফ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকার বাইরে থেকে আসায় সবকিছু একটু অপরিচিত মনে হচ্ছিল। পরীক্ষার হল রুমে সিট কোথায় পড়েছে, সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম। অনেকেই দেখিয়ে দিয়েছেন, কেউ কেউ এসে পানি, কলম, ফাইল, ফুল দিয়ে গেছেন। ভালো লেগেছে আমার কাছে।’

আগামী ১৪ ফেব্রুয়ারি ডি ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি বি ইউনিটের কলা অনুষদের পরীক্ষা, ২২ ফেব্রুয়ারি এ ইউনিটের বিজ্ঞান অনুষদের পরীক্ষা, ২৮ ফেব্রুয়ারি সি ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ