অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫’। ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর মূল অনুষ্ঠানটি ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হল আয়োজনটির মধ্য দিয়ে।
এ বছর শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন বিয়ন্সে।
‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন গায়িকা। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পাননি তিনি। প্রথমবার এই সেরার পুরস্কার ঘরে তুললেন বিয়ন্সে। ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন কেনড্রিক লামার।
একই গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন লামার।
একনজরে গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি পুরস্কার জিতেছেন যারা এছাড়া আরো ৮৫টি ক্যাটাগরিতে বছরের সেরাদের দেয়া হয় গ্র্যামির সম্মাননা। গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল।
তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হয় অনুষ্ঠান। তবে গ্র্যামিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে ছিল ‘আ লাভ এল এ’ শিরোনামের পারফরম্যান্স। দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল। গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে ছিল আরও একটি বিশেষ পরিবেশনা।
পুরস্কার বিতরণের পাশাপাশি এ বছর গানে গানে গ্র্যামির মঞ্চে ঝড় তোলেন শাকিরা।
ঝড় তুলেছেন বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, ছিল দ্য উইকেন্ডের পারফরম্যান্স। টানা পঞ্চমবারের মতো গ্র্যামি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া।