বলিউড ফ্যাশনে শাড়ির আছে আলাদা কদর। আর এখন নতুন প্রজন্মের অভিনেত্রীরা শাড়িকে নানাভাবে ফিউশন করে ঢেলে সাজাচ্ছেন প্রায়ই। এখন করসেট আর ব্রালেট স্টাইলের ব্লাউজ সহযোগে অত্যন্ত আবেদনময় সব শাড়ির লুকে দেখা যায় বলিউড সুন্দরীদেরকে। তবে অতি সম্প্রতি বলিউডের শাড়ি ফ্যাশনে দেখা যাচ্ছে মাইক্রোব্লাউজ ট্রেন্ড। অত্যন্ত সংক্ষিপ্ত এই ব্লাউজে বলিউড তারকারা উষ্ণতা বাড়াচ্ছেন রীতিমতো।
ঝলমলে হটপিংক শাড়িতে সোনালি কারুকাজ। সঙ্গে ম্যাচিং মাইক্রোব্লাউজ পরেছেন আলায়া এফ
সিকুইনের কালো শাড়ির সঙ্গে একই ফেব্রিকের মাইক্রোব্লাউজ পরেছেন জাহ্নবী
সব্যসাচীর সিলভার জুবিলি শোয়ে আলিয়া ভাটের এই মাইক্রোব্লাউজ আলোচিত হয়েছে বেশ
হটপিংক সিকুইনের শাড়ির সঙ্গে মিলিয়ে মাইক্রোব্লাউজে আবেদন ছড়াচ্ছেন মৌনী রায়
খুশি কাপুরের নিরীক্ষাধর্মী মেশ শাড়ির আকর্ষণ বাড়িয়েছে কালো ফো লেদারের স্ট্র্যাপলেস মাইক্রোব্লাউজ
শর্বরী ওয়াগের কালো মাইক্রোব্লাউজে রাখঢাক নেই কোনো
জেনজি তারকা, শাহরুখ তনয়া সুহানা খান আবেদনময় লুকে দেখা গেলেন সোনালি মাইক্রোব্লাউজ আর সোনালি বর্ডারের পিচরঙা স্যাটিন শাড়ির লুকে
লাল সিকুইনের মাইক্রোব্লাউজে অনন্যা
মিনিমাল সাদা শাড়ির সাজে উষ্ণতা বেড়েছে তৃপ্তি দিমরির ম্যাচিং মাইক্রোব্লাউজে।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম