অভিনেত্রী জয়া আহসানের নতুন লুকের জন্য সবসময় অপেক্ষা করে থাকেন ভক্তরা। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটার্ডাম উপলক্ষে হল্যান্ডের এই প্রাচীন শহরে গিয়েছেন জয়া। সেখানে তাঁর নতুন সিনেমা পুতুল নাচের ইতিকথার প্রমিয়ার হয়েছে ৬ ফেব্রুয়ারি।
মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অনবদ্য উপন্যাসের কুসুম চরিত্রটিতে রূপদান করেছেন এই গুণী অভিনেত্রী। পরিচালক সুমন চট্টোপাধ্যায়ের এই সিনেমা নিয়ে জয়া বেশ উচ্ছসিত। চলচ্চিত্র উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেশি-বিদেশি নানা লুকে দেখতে পাচ্ছি আমরা। কখনো একেবারে জেন-জি ভাইবের ওয়েস্টার্নে আবার কখনো একেবারে ট্র্যাডিশনাল জামদানির লুকে নজর কাড়ছেন এই সুন্দরী অভিনেত্রী।
নিটেড অফ হোয়াইট টপ আর ফ্লেয়ার জিন্সে জয়া
এখানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে মেরুন জামদানির সঙ্গে ফুলেল এমব্রয়ডারি করা কালো ফিটেড ব্লেজারের লুকে
এই লুকের জন্য জয়া বেছে নিয়েছেন প্যাস্টেল মিন্ট রঙের ট্র্যাডিশনাল জামদানি আর ম্যাচিং ফুলস্লিভ ব্লাউজ
ফ্রন্ট ব্যাংসের জেন-জি হেয়ারস্টাইলের সঙ্গে সাদা স্নিকার্স আর কালো ব্যাগ দারুণ মানিয়েছে
ফিউশন স্টাইলের এই লুকেও চুলে ফ্রন্ট ব্যাংস দেখা যাচ্ছে। শাড়ির ড্রেপিং বেশ নজর কাড়ছে
গলায় স্টেটমেন্ট চোকার নেকপিস পরেছেন জয়া এখানে শুধু। সফট গ্ল্যাম মেক ওভার আর ছিমছাম আপডু হেয়ারস্টাইলে মোহনীয় লাগছেন তিনি
ছবি: জয়ার ফেসবুক ও ইন্সটাগ্রাম