যেকোনো সময়ের চেয়ে এখন সিনেমার জগতে দক্ষিণি প্রভাব সবচেয়ে বেশি। চোখ কপালে তোলা সাফল্য পাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো বিশ্বব্যাপী। আর সেই সঙ্গে দক্ষিণি তারকাদের জনপ্রিয়তা বাড়ছে জ্যামিতিক হারে। দক্ষিণি সুন্দরীদের জয়জয়কার এখন চারিদিকে। নানা আবেদনময় লুকে চোখ ধাঁধান তাঁরা সবসময়।
সাদা টপ ও স্কার্টে কাজল আগরওয়্লের আবেদনময় লুক
এথনিক আমেজের লাল করসেটের সঙ্গে টকটকে লাল লিপকালারে আবেদন ছড়াচ্ছেন তামান্না ভাটিয়া
পুষ্পার শ্রীভাল্লি রাশমিকা মান্দানা এখন জনপ্রিয়তার তুঙ্গে। তাঁর লেহেঙ্গার ডিপনেক ডিজাইন আবেদন বাড়াচ্ছে লুকে
সাউথ সেনসেশন বলা যায় মালবিকা মোহাননকে। পরেছেন বোল্ড লাল কাট আউট ড্রেস
ডিপনেক ড্রেসে নজর কাড়ছেন নিধি আগরওয়াল
রাশি খান্না পরেছেন অফ দ্য শোল্ডার টপের সঙ্গে ট্র্যাডিশনাল কালো শাড়ি
ব্রালেট টপ আর হটপিংক স্কার্টের লুকে শ্রিয়া সরণ
সামান্থা রুথ প্রভুর মেটাল ব্রেস্টপ্লেট নজর কাড়ছে বেশ
পুষ্পা সিনেমার বদৌলতে শ্রীলীলা এখন নতুন ক্রাশ সবার। পরেছেন সিকুইনের শাড়ি আর স্লিভলেস ব্লাউজ
নতুন করে নজর কাড়ছেন এখন কীর্তি সুরেশ। এখানে পরেছেন হল্টারনেক সিকুইনের ড্রেস।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম