সর্বশেষ
রাজনৈতিক দলের ঠিকানা চশমার দোকান, মাদরাসা, ঠিকাদারি অফিস
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
শরীরে কোন বিষয়গুলো ঘটলে মানুষ হঠাৎ করে মারা যায়?
ট্রেনের দাবিতে সড়ক আটকে দিলো জনতা, লালমনিরহাটে চলছে না দূরপাল্লার যান
গণমানুষ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: আলী রীয়াজ
দূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর
পাঁচদিন ঢাকায় কাটিয়ে ফের ছুটিতে কোচ কাবরেরা!
অ্যানফিল্ডে লিভারপুলের লাল উৎসব
উত্তেজনা প্রশমনে শান্তিপূর্ণ সমাধানে জোর দিলেন নওয়াজ শরিফ
সেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি
জাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?
করমচা ফলের মতো
এআইয়ের দুর্বলতা শনাক্তে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেবে মাইক্রোসফট
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী

সুন্দরগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন পর চালু হলো আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। সরকার নির্ধারিত ফি পরিশোধ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো যাবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. দিবাকর বসাকের আন্তরিক প্রচেষ্টায় পুনরায় চালু হওয়া এই সেবা উপজেলার ৮ লাখ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


জানা যায়, দীর্ঘদিন আল্ট্রাসনোগ্রাম মেশিনটি বিকল থাকায় রোগীদের বাধ্য হয়ে জেলা শহর, বিভাগীয় শহর বা বেসরকারি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করাতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো, ফলে অনেক রোগী প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারতেন না। এখন থেকে প্রতিদিন রোগীরা এই সেবা পাবেন। এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী নারী ও অন্যান্য রোগীরা, যারা নিয়মিত আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে চান।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। তারা চান, স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হোক, যাতে গ্রামীণ জনগণ সহজেই উন্নত চিকিৎসা পেতে পারেন।

জাহানারা বেগম নামের এক সেবাগ্রহীতা বলেন, আমরা এতদিন বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতাম। এখন সরকারি হাসপাতালে অল্প খরচে এই সেবা পাওয়ায় আমাদের কষ্ট অনেকটাই কমবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিবাকর বসাক বলেন, আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা পুনরায় চালুর ফলে রোগীরা সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। এতে নিরাপদ মাতৃত্ব ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলা ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এতদিন স্থানীয় বাসিন্দারা সরকারি পর্যায়ে এই সেবা থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে ধাপে ধাপে উপজেলা পর্যায়ে অন্যান্য আধুনিক চিকিৎসাসেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ