রিচা চাড্ডা। ১৫ বছর ধরে খুব বেশি ছবিতে অভিনয় না করলেও বলিউডে নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন রিচা। ২০০৮ সালে কমেডি ঘরানার ‘ওয়ে লাকি, লাকি ওয়ে’ দিয়ে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। মাঝে পর্দা মাতিয়েছেন অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়াসেপুর’ সিরিজে গ্যাংস্টার-পত্নীর ভূমিকায়। আবার এই প্রচন্ড সিরিয়াস চরিত্রের পাশাপাশি ‘ফুকরে’ সিরিজের দম ফাটানো হাসির ছবিগুলোতেও নিজেই এক কৌতুকপূর্ণ নারী গ্যাংস্টার চরিত্রে নিজেকে চিনিয়েছেন তিনি।
এরপর সকলের মন মাতিয়েছেন হীরামান্ডি সিরিজ দিয়ে। অভিনয় দক্ষতার পাশাপাশি বোল্ড স্টাইল, চাঁছাছোলা বডি ল্যাঙ্গুয়েজ আর ভ্রুক্ষেপহীন সৌন্দর্যের রিচা চাড্ডার মাঝে আছে এক আলাদা আকর্ষণ। বডি পজিটিভিটি নিয়ে অত্যন্ত শক্তিশালী ব্যক্তিগত অবস্থান রয়েছে তাঁর। মানিয়ে যায় রিচাকে সব ধরনের পোশাকেই; কারণ তিনি তা ক্যারি করতে পারেন। এই অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিগুলোতে দেখে নিন রিচা চাড্ডার নানা লুক।
ড্রেপ প্যাটার্নের টপে গভীর নেকলাইন। রিচা চাড্ডার কালো সিকুইনের পোশাকে হাই থাই স্লিট
বোল্ড নেকলাইনের হট পিংক সিকুইন কোট ড্রেসে রিচা
বেইজ রঙা জমকালো শাড়িতেও সমান সুন্দর এই অভিনেত্রী
রুপালি শিয়ার ফেব্রিকের স্ট্রাইপড ড্রেপ দেওয়া শাড়ি গাউনের সঙ্গে রিচা পরেছেন ম্যাচিং ঝোলানো দুল
অফ দ্য শোল্ডার করসেট ড্রেসে ফ্রেশ লুকে রিচা
কালো এই করসেট ড্রেসে হাই থাই স্লিট। খোলা চুলে আকর্ষণীয় রিচা চাড্ডা।
বেগুনি গভীর নেকলাইনের বেগুনি স্যাটিন ড্রেসটি বডিকন প্যাটার্নের। সোজা করা চুল আর হীরার নেকলেসে অন্যরকম লাগছে রিচাকে।
কালো নেটের নুডল স্ট্র্যাপের হাই থাই স্লিট গাউনের সঙ্গে লাল লিপ কালার আর ভিনটেজ হেয়ারস্টাইলের লুকে রিচা চাড্ডা
এখানে রিচার ক্যাজুয়াল চেক প্যাটার্নের ড্রেসেও থাই স্লিট। অ্যাংকেল বুটে পুরো লুকে এসেছে ব্যতিক্রমী আমেজ।