আয়নাঘরও আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক পোস্টে আসিফ জানিয়েছেন, জুলাই গণহত্যার মতোই, আয়নাঘরও আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড করার প্রক্রিয়া চলমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্যের উৎসব ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেয়া বক্তব্য পোস্ট করে তিনি লিখেছেন, ফ্যাসিবাদী শক্তি আয়নাঘর অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিলেও পুরো বিশ্ব তাদের গুম, খুন আর নিপীড়নের প্রক্রিয়া সম্পর্কে জেনে গেছে।
গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যান উপদেষ্টা আসিফ মাহমুদ। তারপরই আয়নাঘর নিয়ে সরকারের পরিকল্পনার কথা দেশবাসীকে এভাবেই জানান দেন আসিফ।