সর্বশেষ
ডাকসুর গঠনতন্ত্র-আচরণবিধি সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন
গুগলের ‘ক্রোম’ কিনতে আগ্রহী ওপেনএআই
হঠাৎ হার্ট অ্যাটাক হলে যা করবেন
ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক আজ
সুন্দরী প্রতিযোগিতার পরে ফ্যাশন জগতে নজর কাড়ছেন নীলা, চিনে নিন তাঁকে ১৫টি আকর্ষণীয় লুকে
আভিজাত্যময় আবেদনে জুড়ি নেই জয়ার, দেখুন তাঁর নতুন লুক
রেফারি নিয়ে অসন্তোষ কাটিয়ে ফাইনালে নামছে রিয়াল
জীবজন্তুর প্রতি সদয় আচরণ
১০ বছরে অবৈধ হয়ে দেশে ফিরেছেন ৭ লাখ বাংলাদেশি
সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির
ঝলমলে আমেজে দিশা পাটানির যত গ্ল্যাম লুক
পাক অভিনেতার প্রশংসা করে তোপের মুখে বলিউড অভিনেত্রী
দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন হচ্ছে শিগগিরই
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কী?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুরে পৈত্রিক সম্পত্তির সমান ভাগ চাওয়ায় ভাতিজাদেরকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে পৈত্রিক সম্পত্তির সমান ভাগ চাওয়ায় দীর্ঘদিন থেকে মনোমালিন্য এবং ঝগড়া-ঝাড়ি চলে আসছে। একপর্যায়ে প্রাণনাশের হুমকিও প্রদান করে আসছে প্রতিপক্ষ। এঘটনায় একাধিকবার গ্রাম্যসালিশ হলেও প্রতিকার পায়নি সুজন চন্দ্র বর্মন, ভাতিজা রাজিব কুমার বর্মন ও আপন কুমার বর্মন।
সরেজমিনে দেখা গেছে, মৃত পরমেশ^র চন্দ্র বমর্ণের ছেলে মৃত ধীরেন চন্দ্র বর্মন, সুপত চন্দ্র বর্মন, সুজন চন্দ্র বর্মন, সুমন চন্দ্র বর্মন, রাজন চন্দ্র বর্মন ও উত্তম কুমার বর্মন উক্ত সম্পত্তির মালিক।


কিন্তু সুজন চন্দ্র বর্মন, মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাজিব কুমার বমর্ন ও আপন কুমার বর্মন উক্ত জমি দখল করতে গেলে সুপত চন্দ্র বর্মন, সুমন চন্দ্র বর্মন, রাজন চন্দ্র বর্মন ও উত্তম কুমার বর্মন বাধা প্রদান করেন এবং জীবন নাশের হুমদি দিচ্ছেন।
বিগত ৩ জুলাই ২০১৯ সালে পরমেশ^র চন্দ্র বর্মণ মৃত বরণ করলে ওয়ারিশ সূত্রে তার ছেলেরা উক্ত সম্পত্তির মালিক হন। কিন্তু পরমেশ^র চন্দ্র বর্মণ জীবিত থাকা অবস্থায় তিনি ছেলেদেরকে বসতবাড়ী করার জন্য নিজ বাড়ীতেই ঘরদজা তুলে বসবাস করতে থাকেন।

পরমেশ^র চন্দ্র বর্মণ মৃতুর কিছুদিন পর তার বড় ছেলে ধীরেন চন্দ্র বর্মনও মৃত্যু বরণ করেন। জীবিত থাকা অবস্থায় উক্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়নি যৌথভাবে থাকার কারণে। পরমেশ^র চন্দ্র বর্মণ জীবিত অবস্থায় তার বড় ছেলে ধীরেন চন্দ্র বর্মন ক্যান্সারে আক্রান্ত হলে সে বাবার কাছ থেকে ৮শতাংশ জমি বিক্রি করে চিকিৎসা করান। সেই সুযোগে অন্যান্য ৫ ছেলেরা ১৬ শতাংশ জমি লিখে নেন বাবার কাছে। কিন্তু ধীরেন চন্দ্র বর্মন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় বাকী ৮ শতাংশ জমি লিখে নিতে পারেননি বাবার কাছ থেকে। গত ৩ জুলাই ২০১৯ সালে পরমেশ^র চন্দ্র বর্মন মৃত্যুবরণ করেন এবং তার বড় ছেলে ধীরেন চন্দ্র বর্মনও ২৩ সেপ্টেম্বর মৃত্যু বরণ করেন। সম্পত্তির বাকী ৮ শতাংশ জমি অন্য্যান্য ছেলে ভাগ করে নেন সুজন চন্দ্র বর্মন ব্যাতিত।

কিন্তু সমানভাবে সম্পত্তিগুলো ভাগ না হওয়ায় সুমন চন্দ্র বর্মন ও রাজন চন্দ্র বর্মন রাস্তার ধারে জায়গা বেশি ভোগ দখল করছেন।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে সুজন চন্দ্র বর্মন, ভাতিজা রাজিব কুমার বমর্ন ও আপন কুমার বর্মন উক্ত সম্পত্তি দখল করতে গেলে প্রতিপক্ষগণ বাধা প্রদান করে এবং বিভিন্ন হুমকি-ধামকি দেয়।
এঘটনায় সুজন চন্দ্র বর্মন, মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাজিব কুমার বমর্ন ও আপন কুমার বর্মন উক্ত সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে সমান সমান দখল চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ