নাম তাঁর মন্দিরা চক্রবর্তী। নামী পরিচালক গিয়াসুদ্দীন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। নবীনদের মধ্যে মন্দিরার আবেদনময় লুকগুলো সবসময় নজর কাড়ে সামাজিক মাধ্যমে। সম্প্রতি তাঁকে দেখা গেল সাদা শাড়ির মনভোলানো লুকে।
দক্ষিণ ভারতের ট্র্যাডিশনাল কাসাভু শাড়ির ক্রেজ চলছে এখন। তেমনই এক সোনালি প্লেন পাড়ের সাদা শাড়িতে দেখা দিলেন মন্দিরা চক্রবর্তী
সঙ্গে আছে স্লিভলেস সোনালি ব্লাউজ
সাদা আর সোনালির ক্ল্যাসিক কম্বিনেশনে মোহনীয় লাগছেন এই অভিনেত্রী
দারুণ ফিটিং ব্লাউজের। ডিপকাট ডিজাইন দেখা যাচ্ছে ব্যাকে।
পুরো লুকের সঙ্গে আলতার সাজ এক অন্য মাত্রা যোগ করেছে। সঙ্গে আছে অ্যাংকলেট
সাদা আরে লালের বৈপরীত্য অন্ত্যন্ত নজর কাড়ছে মন্দিরার এই লুকে
সাদা ফুলের মতোই স্নিগ্ধ লাগছে তাঁকে
মেকওভার অত্যন্ত মিনিমাল এখানে। কাজল, মাসকারা, আইলাইনারে সেজেছে চোখ, ন্যুড গোলাপি গ্লসি লিপকালার আর ছোট লাল টিপে সাজ শেষ হয়েছে
মিল্কি ফ্রেঞ্চ ম্যালিকিওর নজর কাড়ছে। কানে হুপ দুল আর আঙুলে আংটি
হাতে সাদা সোনালি বালা আছে শুধু। গলা খালি রেখে ভালো করেছেন মন্দিরা
গভীর নেকলাইনের ব্লাউজে বেড়েছে আবেদন
সেই সঙ্গে খোলা চুলে অত্যন্ত আকর্ষণীয় লাগছেন মন্দিরা
ছবি: মন্দিরা চক্রবর্তীর ফেসবুক ও ইন্সটাগ্রাম