সর্বশেষ
পলাশবাড়ীতে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন ও  স্বারক লিপি প্রদান
চীনা হাসপাতাল নির্মাণ দাবি সাদুল্লাপুরবাসীর
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা
দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে তার বিরোধিতা করব, হুঁশিয়ারি চীনের 
শেরপুরে দুই’শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গরমে চোখ-মুখ ফোলাভাব কমাতে যা করতে পারেন
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

‘জুনিয়র হিসেবে একটু কথা বইলেন স্যার’, পিপির উদ্দেশে পলক

অনলাইন ডেস্ক

ধানমন্ডি থানাধীন এলাকায় মো. রিয়াজ হত্যা মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এদিন কাঠগড়ায় থাকা অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে সালাম দেন পলক। শুরুতে পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকী। পরে তৃতীয় বার সালাম দেওয়ার পর জবাব দেন পিপি ওমর ফারুক। এসময় পলক বলেন, ‘স্যার তিনবারের সময় সালামের জবাব দিয়েছেন। জুনিয়র হিসেবে কথা বইলেন স্যার।

প্রসঙ্গত, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইনপেশায় আর সক্রিয় নন।

বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম এ আজহারুল ইসলামের আদালতে মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জুনাইদ আহমেদ পলকসহ কয়েকজনকে আদালতে হাজির করে পুলিশ।

এসময় সাবেক প্রতিমন্ত্রী পলক পুলিশের কয়েকজনের সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন। এরপর ১১টা ৫ মিনিটে প্রথমে কাঠগড়ার সামনের দিকে এসে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে পলক বলেন, ‘ফারুকী স্যার, আসসালামু আলাইকুম।’ এসময় প্রসিকিউটর ফারুকী স্বাভাবিকভাবে থাকেন। কোনো কথা বলেননি।

পরে পলক মুখ ভার করে কাঠগড়ার পেছনে দিকে এসে উপস্থিত আইনজীবী ও পুলিশদের বলেন, ‘উনি আমার সালাম নিলেন না।’ এসময় সহকারী প্রসিকিউটর বললেন, ‘স্যার একটু ব্যস্ত আছেন। কাজ করছেন।’

পরে আবারও পরপর দুবার সালাম দেন পলক। দ্বিতীয় দফাতে সালাম না নিলেও পরেরবার হাসি দিয়ে মুখ না ঘুরিয়েই হাত উচিয়ে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেন পিপি ওমর ফারুক।

এরপর বিচারক আদালতে প্রবেশ করলে গ্রেফতার শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখান।

এর আগে আদালতে তোলার সময় জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য, ইনশাআল্লাহ হবে।’

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ