সর্বশেষ
ঝলমলে আমেজে দিশা পাটানির যত গ্ল্যাম লুক
পাক অভিনেতার প্রশংসা করে তোপের মুখে বলিউড অভিনেত্রী
দেশে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন হচ্ছে শিগগিরই
ভারতকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রীর
৮ মাসে ২৬ রাজনৈতিক দলের উত্থান, উদ্দেশ্য কী?
ভারতের কাছে জড়িত থাকার অভিযোগের প্রমাণ চেয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
অন্য অভিবাসীদের আটকে দিলেও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আনতে চান ট্রাম্প
নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখায় পরিবেশ মন্ত্রণালয়ের জরিমানা
সরকারি প্রতিষ্ঠানে ৯৯ পদে চাকরি, ১৮ বছরেই আবেদনের সুযোগ
‌‘মাথায় ক্যামেরা, খুনের পর সেলফি তুলেছিল তারা’
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ক্রিকেটাররা, থাকবেন তামিমও
আজ যেমন থাকবে ঢাকার আকাশ
চ্যাট ও ছবি ফাঁস হওয়া ঠেকাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
আগামী নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ ইসলামি দল

সাড়ে ৯ কেজি গাঁজাসহ পলাশবাড়ী থানার এএসআই (পুলিশ) গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে করে গাঁজা পাচারের সময় আনিছুর রহমান নামে পুলিশের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধারসহ একটি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার আনিছুর রহমান (৪০) পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। এরআগে তিনি সাদুল্লাপুর থানায় কর্মরত ছিলেন। আনিছুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানার নেতৃত্বে পুলিশের একটি দল চারমাথা মোড়ে অবস্থান নেয়। এসময় পলাশবাড়ী থেকে আসা বগুড়াগামী একটি টিভিএস এপ্যাচি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে পুলিশ। পরে মোটরসাইকেলে থাকা কালো ব্যাগের ভিতরে পেপার ও স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেটে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আনিসুর রহমানকে আটক করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটকের পর আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের এএসআই বলে পরিচয় দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা জানান, মাদকসহ আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইন সবার জন্যই সমান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

এদিকে, মাদকসহ পুলিশে কর্মরত এএসআই হাতেনাতে ধরা পড়ার ঘটনায় জেলাজুড়েই তোলপাড় সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ