একুশে ফেব্রুয়ারির চেতনার সঙ্গে কোথাও না কোথাও ওতোপ্রোতোভাবে জুড়ে গেছে সাদা-কালো সাজপোশাক। আর এর মাধ্যমে আমরা সকলেই নিজের অনুভূতি আর চেতনার প্রতিফলন ঘটাই নিজেকে উপস্থাপন করতে। দেশীয় ফ্যাশন হাউসগুলো বাংলা বর্ণমালা আর সাদা-কালো থিমে নিজেদের সংগ্রহ সাজিয়ে থাকে প্রতি বছর। চলুন দেখে নেই আমাদের প্রিয় তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁদের সাদা-কালো লুকগুলো।
সুনেরাহ বিনতে কামাল পরেছেন নরম সাদা তাঁতের একরঙা সুতির শাড়ির সঙ্গে ম্যাচিং সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ। সঙ্গে অক্সিডাইজড গয়না।
আশনা হাবিব ভাবনার পরনে্র কালো ফুলস্লিভ টপে স্মার্ট লুক
মেহজাবীন চৌধুরী পরেছেন সাদা আভিজাত্যময় লুকের শাড়ি
তাসনিয়া ফারিণের রূপালি পাড়ের কালো শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ। সঙ্গে মানানসই অক্সিডাইজড গয়না।
সাফা কবিরের চেকারবোর্ড প্যাটার্নের সাদাকালো পাড়ের প্রিন্টের শাড়িতে শর্ষে হলুদের পরিমিত ছোঁয়া। সঙ্গে টারটলনেক কালো ফুলস্লিভ ব্লাউজ। বাঘের প্রতিকৃতি দেওয়া কালো বেল্ট নজর কাড়ছে।
নজরকাড়া লেস বর্ডারে সাদাকালো ডাই করা শাড়িটির সঙ্গে টকটকে লাল ঠোঁট দারুণ লাগছে রুনা খানের লুকে
খাদিজা বর্ষা পরেছেন রেট্রো আমেজের কালো বর্ডারের সাদা সিল্ক শাড়ি
ফুলেল সাদা কালো শাড়ির সঙ্গে কালো নেটের ব্লাউজ পরেছেন মেহজাবীন চৌধুরী
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম