সর্বশেষ
পলাশবাড়ীতে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন ও  স্বারক লিপি প্রদান
চীনা হাসপাতাল নির্মাণ দাবি সাদুল্লাপুরবাসীর
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা
দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে তার বিরোধিতা করব, হুঁশিয়ারি চীনের 
শেরপুরে দুই’শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গরমে চোখ-মুখ ফোলাভাব কমাতে যা করতে পারেন
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

তিন কারণে স্থানীয় নিবার্চন আগে চান জামায়াত আমির

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন আগে দিন। কারণ স্থানীয় সরকারের অনেক কাজ। এখানে জনগণের সম্পৃক্ততা বেশি। দেশের মানুষকে হয়রানি মুক্ত করতেই আগে স্থানীয় নির্বাচন দিয়ে প্রতিনিধিত্ব তৈরি করতে হবে। জনগণকে হয়রানি মুক্ত করতে হবে।

শনিবার বিকাল ৩টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জে বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ন্যুনতম সংস্কারের পর নির্বাচন দিতে হবে দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় আসলে আমরা সেবক হবো, আপনাদের মালিক হবো না, ইনশাআল্লাহ। জনগণের ভোটকে আমরা আমানত মনে করি। ক্ষমতায় গেলে সেটাই প্রতিষ্ঠা হবে। আর জীবনের সবক্ষেত্রে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।

শেখ হাসিনার পরিবারকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, একটি পরিবার এদেশের মানুষকে দাস মনে করতো। তারা জানত না সব ক্ষমতা আল্লাহর হাতে। তারা সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ। শেষ পর্যন্ত তারা চোরের মতোই পালিয়ে গেছে। তারা আমাদেরকে জেলে নিয়েছে তাদের চুরি ডাকাতি জায়েজ করার জন্য। যারা সরকারের পদে বসে বড় বড় কথা বলেছে, এখন তাদেরকে টেলিস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, সাবেক জেলা আমীর মাওলানা আবদুর রহিম পাটওয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, মুহাদ্দিস আবু নসর আশরাফী, শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন, ফরিদগঞ্জ আমির ইউনুস হেলাল, শাহরাস্তি আমির মোস্তাফা কামাল, হাজীগঞ্জ উপজেলা কলিম উল্লাহ, পৌরসভা আমির আবুল হাসানাত, ছাত্রশিবিরের শহর সভাপতি মোহররম আলী, জেলা সভাপতি ইব্রাহীম খলিল।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ