সর্বশেষ
জাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?
করমচা ফলের মতো
এআইয়ের দুর্বলতা শনাক্তে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেবে মাইক্রোসফট
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী
যেসব খাবার খেলে ঘুম ভালো হয়
রোদচশমায় মেহজাবীনের সামার পার্টি লুক
চশমা ছাড়াই বাচ্চাদের দৃষ্টি সমস্যা সমাধানে আসছে এল আই ড্রপ
আপনার মানসিক স্বাস্থ্যে বইয়ের ভূমিকা
বলিউডের এই বিদেশি তারকা, দেখে নিন তাঁদের আকর্ষণীয় যত লুক
গরমে আখের রস খাওয়া কতটা স্বাস্থ্যকর? কী বলছেন পুষ্টিবিদরা
আয়রনের ঘাটতিতে ভুগছেন
তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস গড়ি
বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না মিলা, আগ্রহীদের বললেন বায়োডাটা পাঠাতে
বেসরকারি ব্যাংকে সহকারী রিলেশনশিপ অফিসার পদে চাকরির সুযোগ
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

মাদারীপুরে মসজিদে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

মাদারীপুরে বালু ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাইফুল সরদার (৪০) আতাউর সরদার (৩৫) নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অন্য ভাই অলিল সরদার পলাশসহ (১৮) তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় বেশ কয়েকটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

https://www.facebook.com/nfnewsonline

শনিবার ( মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে আটক করেছে।

নিহতরা ওই এলাকার আজিবর সরদারের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় শাজাহান মতিন মোল্যার সঙ্গে একই এলাকার সাইফুলের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে শনিবার ১০টার দিকে শাহজাহানের লোকজন আতাউরের বাড়িতে হামলা করে। এতে আতাউরের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সাইফুল আতাউর মসজিদে আশ্রয় নেয়। সেখানে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আরেক ভাই অলিল স্থানীয় পলাশসহ তিনকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সময় আতাউর তার আত্মীয়দের প্রায় থেকে ৮টি ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ