সর্বশেষ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত

দারুণ শুরুর পর স্পিনে হাবুডুবু নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

শুরু আর শেষটা মেলাতে পারল না নিউজিল্যান্ড। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল কিউইরা। মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়ার করা প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলেছিল ৩৭ রান। প্রথম ১০ ওভারে রান ছিল ১ উইকেটে ৬৯। কিন্তু ভালো এই শুরুটা ধরে রাখতে পারেনি মিচেল স্যান্টনারের দল। শেষ পর্যন্ত ৫০ ওভারে তুলেছে ৭ উইকেটে ২৫১ রান।

নিউজিল্যান্ডের ইনিংসের শুরু আর শেষটা মেলাতে দেননি মূলত ভারতের স্পিনাররা। শামি ও পান্ডিয়ার করা ৫ ওভারে কোনো উইকেট পড়েনি বলে ষষ্ঠ ওভারেই রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে বোলিংয়ে আনেন ভারত অধিনায়ক রোহিত। নিজের দ্বিতীয় ওভারেই উইকেট নেন বরুণ।

১১তম ওভার থেকে রোহিত দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ শুরু করেন।  বরুণ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল—চতুর্মুখী এই স্পিন আক্রমণ চলে ৪৩ ওভার পর্যন্ত। যার মানে টানা ৩৩ ওভার ভারতের ঘূর্ণি সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের।

এই ৩৩ ওভারে মাত্র ৪ উইকেট হারালেও নিউজিল্যান্ড তুলতে পেরেছে ১১৫ রান। যার মানে গড়ে ওভারে ৩.৪৮ রান করে। অথচ এর আগে প্রথম ১০ ওভারে কিউইরা ৬.৯০ গড়ে ৬৯ রান তুলেছে।

৪৪তম ওভারে শামি ফিরে আসায় আবার পেসে ফেরে ভারত। নিজের পরের ওভারে একটি উইকেট পেলেও এই দুই ওভারে শামি দেন ২৩ রান। ভারতের চার স্পিনার বল করেছেন মোট ৩৮ ওভার। ৩.৭৯ ইকোনমিতে দিয়েছেন ১৪৪ রান। তিনজনে মিলে নিয়েছেন ৫ উইকেট। দুই পেসার শামি ও পান্ডিয়া মিলে করেছেন ১২ ওভার, দিয়েছেন ১০৪ রান। শামি ৯ ওভার বোলিং করে ৭৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট, পান্ডিয়া ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি।

মাঝখানে পথ হারিয়ে ফেলা নিউজিল্যান্ড শেষে গিয়ে একটু গা ঝাড়া দিয়ে উঠতে পেরেছে। শেষ ৫ ওভারে তুলেছে ঠিক ৫০ রান। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে ১০১ বলে দলীয় সর্বোচ্চ ৬৩ রান করেছেন ড্যারিল মিচেল, মেরেছেন ৩টি চার। তবে ব্যর্থ হয়েছেন দলের সবচেয়ে বড় তারকা কেইন উইলিয়ামসন, করেছেন ১৪ বলে ১১ রান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ