সর্বশেষ
সেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি
জাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?
করমচা ফলের মতো
এআইয়ের দুর্বলতা শনাক্তে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেবে মাইক্রোসফট
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী
যেসব খাবার খেলে ঘুম ভালো হয়
রোদচশমায় মেহজাবীনের সামার পার্টি লুক
চশমা ছাড়াই বাচ্চাদের দৃষ্টি সমস্যা সমাধানে আসছে এল আই ড্রপ
আপনার মানসিক স্বাস্থ্যে বইয়ের ভূমিকা
বলিউডের এই বিদেশি তারকা, দেখে নিন তাঁদের আকর্ষণীয় যত লুক
গরমে আখের রস খাওয়া কতটা স্বাস্থ্যকর? কী বলছেন পুষ্টিবিদরা
আয়রনের ঘাটতিতে ভুগছেন
তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস গড়ি
বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না মিলা, আগ্রহীদের বললেন বায়োডাটা পাঠাতে
বেসরকারি ব্যাংকে সহকারী রিলেশনশিপ অফিসার পদে চাকরির সুযোগ

মুঠোফোন দেখতে না দেওয়ায় কিশোরকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক

মুঠোফোন দেখতে না দেওয়ায় নগরে এক কিশোরকে কুপিয়ে জখম করার ঘটনায় দুজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. মিজান মো. মাহের।

গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড মাঠ এলাকায় ঘটনা ঘটেছে। আহত কিশোর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, নবম শ্রেণি পড়ুয়া এক কিশোর বাসায় ফেরার পথে প্যারেড মাঠ এলাকায় তাকে আটকান সাত থেকে আটজন যুবক। ওই সময় তাঁরা ওই কিশোরকে রাজীব কি না জিজ্ঞেস করেন। ওই কিশোর নিজেকে রাজীব নয় দাবি করলেও তাঁরা তা বিশ্বাস করতে পারেননি। কিশোর মিথ্যা বলছে অজুহাতে তাকে মারধরও করতে থাকেন। তখন কিশোরের পরিচয় নিশ্চিত হতে তার কাছে থাকা মুঠোফোন কেড়ে নিয়ে তা দেখে তার পরিচয় নিশ্চিত হতে চান। মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে ওই কিশোর নিজেকে বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করে। তখন তাকে ধাওয়া দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে।

ইতিমধ্যে সেখানে লোকজন জড়ো হন। কিশোরকে মারধরকারী দুজনকে আটক করে পুলিশে দেন লোকজন। বাকিরা পালিয়ে যান। ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, রাজীব নামের এক কিশোরকে খুঁজতে গিয়ে আরেক কিশোরকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। দুজনকে কিশোরের বাবার করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, রাজীব নামের ওই কিশোরকে কেন কী কারণে খুঁজছে, তা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুই আসামিসহ ঘটনায় জড়িত অন্যরা সবাই প্যারেড এলাকায় আড্ডা দেন। কেউ পড়ালেখা করেন, আর কেউ করেন না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ