এ কথা স্বীকার না করে উপায় নেই যে অভিনয়শৈলীর সঙ্গে সঙ্গে রূপালি পর্দার স্বপ্নের নায়িকাদের রূপেও মজে থাকেন সবাই। আর সেদিক থেকে অভিনেত্রী জয়া আহসান আর পরীমনির নাম আসবেই। জয়া আহসান তো সময়ের সঙ্গে সঙ্গে যেন আরো সজীব ও সুন্দর হয়ে উঠছেন।
তাঁর যেকোনো লুক সাড়া ফেলে দেয় সামাজিক মাধ্যমে সকলের সামনে আসার সঙ্গে সঙ্গে। মানিয়ে যায় তাঁকে ওয়েস্টার্ন থেকে শুরু করে সব ধরনের পোশাক। এদিকে আরেক সুন্দরী নায়িকা পরীমনিও কম যান না। বিয়ে, বিচ্ছেন আর মাতৃত্বের পর্যায় পেরিয়েও নিজের অনবদ্য ন্যাচারাল সৌন্দর্য ধরে রেখেছেন তিনি। এক ঢাল লম্বা চুল আর আকর্ষণীয় মুখশ্রীতে তিনি মুগ্ধ করেন সব সাজপোশাকেই। সম্প্রতি অভিনেত্রী জয়া আহসান আর পরীমনি দুটি ভিন্ন লুকে ধরা দিয়েছেন ক্যামেরায়, যেখানে আভিজাত্য আর আকর্ষণ দুই-ই উপচে পড়ছে।
ট্র্যাডিশনাল চওড়া পাড় ও আঁচলের সঙ্গে পরীমনির ফরেস্ট গ্রিন খাড্ডি শাড়িতে দেখা যাচ্ছে লাল, নীল ও সোনালি চৌখুপি বুননের কাজ। পায়ের আলতা ও অ্যাংকলেট নজর কাড়ছে। সঙ্গে তিনি পরেছেন ম্যাচিং সবুজ ইউ নেক ব্লাউজ
এক ঢাল কালো চুলে মাঝসিঁথি করে কিছুটা কার্ল এফেক্ট দিয়েছেন তিনি। হাতে চিকন অ্যান্টিক ফিনিশের গোল্ডেন চুড়ি আর গলায় চোকার পরেছেন সবুজ পাথর আর মুক্তা বসানো
ঘন কালো কাজল ও আইলাইনারের নাটকীয় সাজ আর ঠোঁটে দেখা যাচ্ছে হালকা কমলা গ্লসি লিপকালার
অফ হোয়াইট কারুকাজ করা ফিটেড সালওয়ার কামিজ পরেছেন জয়া আহসান। ডিজাইনে পাঞ্জাবি ঘরানার ছাপ। সঙ্গে ম্যাচিং ওড়না আছে
সাদা সোনালি পোশাকের আভিজাত্যে অন্য মাত্রা এনেছে কুন্দন ও পান্নাখচিত জমকালো চোকার আর ম্যাচিং দুল। হাতে আছে স্টেটমেন্ট আংটি। গয়নাগুলো আমিন জুয়েলার্সের।
একপাশে সিঁথি করে টেনে খোঁপা করেছেন জয়া এখানে। নামমাত্র মেকওভারে হালকা গোলাপি লিপকালার আর কাজল-আইলাইনারের ছোঁয়া দেখা যাচ্ছে।
ছবি: জয়া আহসান ও পরীমনির ফেসবুক