চোখের পাতা কাঁপা খুবই সাধারণ ঘটনা। কখনও একটি চোখে, আবার কখনও দুটি চোখেই কাঁপুনি হতে পারে। কয়েক মুহূর্তের জন্য হলে অবশ্য অনেকেই এড়িয়ে যান। তবে তা দীর্ঘস্থায়ী হলে অস্বস্তির কারণ বৈকী! যা নিয়ে শুভ-অশুভ হওয়ার ধারণা প্রচলিত রয়েছে। কিন্তু আসলে চোখের পাতা কাঁপার নেপথ্যে থাকতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা। এমনকী ক্রমাগত এই সমস্যা হলে তা কোনও জটিল রোগের ইঙ্গিতও হতে পারে। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
*চোখ কাঁপা স্নায়ুর সমস্যার উপসর্গ হতে পারে।
*চোখের পাতা কেঁপে ওঠার একটি কারণ হল মানসিক চাপ। রোজকার জীবনে অতিরিক্ত চাপ বা ক্লান্তি থেকে চোখ কাপঁতে পারে।
*দীর্ঘক্ষণ টিভি, কম্পিউটার, দীর্ঘক্ষণ উজ্জ্বল আলোয় থাকা, কিংবা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের পাতা কাঁপতে পারে।
*অতিরিক্ত চা-কফি কিংবা অ্যালকোহল সেবনের কারণেও চোখ কাঁপার সমস্যা হতে পারে।
*চোখে বা চোখের পাতার ভেতরের অংশে কোনও কিছু পড়লে বা আটকে গেলেও চোখের পাতা লাফায়। সেক্ষেত্রে বায়ু দূষণকারী নানা পদার্থ, বাতাসের প্রবাহ কিংবা ধূমপানও হতে পারে চোখের পাতা লাফানোর কারণ।
*প্রদাহ কিংবা চোখের স্বাভাবিক জল শুকিয়ে গেলে চোখের পাতা লাফাতে দেখা যায়।
*কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও চোখের পাতা লাফায়।
যে কোনও শারীরিক সমস্যাই বেশিদিন অবহেলা করা উচিত নয়। এক্ষেত্রে কোন কোন উপসর্গ দেখলে চিকিৎসকের কাছে যাবেন? যদি চোখের পাতা লাফানোর সময় পুরো চোখ বন্ধ হয়ে যায় তাহলে সতর্ক হন। এছাড়াও চোখের পাতা খুলতে অসুবিধা হলে কিংবা নিজ থেকেই বন্ধ হয়ে এলে, সঙ্গে মুখ বা দেহের অন্য কোনও অংশ লাফানোর অনুভূতি হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময়ে এক-দু সপ্তাহ ধরে চোখ কাঁপার সঙ্গে চোখ লাল হয়ে গেলে, চোখ ফুলে গেলে, চোখ থেকে জল বেরতে থাকলে সর্তক হওয়া প্রয়োজন।