এই ব্যাকটেরিয়ার সংক্রমণ শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে, যেমন ফুসফুস, ত্বক, মূত্রনালী।
মাইকোপ্লাজমা সংক্রমণ হল ব্যাকটেরিয়ার সংক্রমণ। এটি শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে, যেমন ফুসফুস, ত্বক, মূত্রনালী। তবে মাইকোপ্লাজমা সংক্রমণের মধ্যে মাইকোপ্লাজমা নিউমোনিয়া অন্যতম। এই রোগের অন্যতম লক্ষণ হল হাঁপানি। যেহেতু মাইকোপ্লাজমার জন্য কোনও ভ্যাকসিন এখনও পর্যন্ত উপলব্ধ নয়, তাই কীভাবে এই রোগের হাত থেকে শিশুকে রক্ষা করবেন সেই বিষয়ে বিস্তারিত জানালেন নেওটিয়া ভাগীরথী ওম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সোমনাথ গোরাইন।