সিনেমার পর এবার প্রথমবার ওয়েব সিরিজে অভিষেক হলো জ্যাকলিন ফার্নান্দেজের। ‘গোটস’ নামের সিরিজে দেখা যাবে তাকে। ‘গোটস’ সিরিজটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। এতে জ্যাকলিনের সঙ্গে আছেন নীল নিতিন মুকেশ।এই সিরিজের মাধ্যমে ওটিটি অভিষেক হতে যাচ্ছে নীলেরও। ইতোমধ্যে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সিরিজের প্যাকআপের আনন্দে পার্টিও দিয়েছেন সংশ্লিষ্টরা। পার্টির একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করে নীল লিখেছেন, “কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়। এটি আমার জীবনের অন্যতম সেরা রাত ছিল। আমার প্রথম ওয়েব সিরিজ ‘গোটস’-এর শুটিং শেষের উদযাপন।
সিরিজে জ্যাকলিন ও নীলের সঙ্গে আরো আছেন সুমেধ মুড়গলকর, আনুশা মনি, সান্তনা রোচ প্রমুখ। তবে সিরিজটি কোন প্ল্যাটফরমে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।
২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল জ্যাকলিন ফার্নান্দেজের। পথচলার দেড় দশকে বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। হয়েছেন সফলও। তবে এই প্রথম নাম লেখালেন ওয়েব সিরিজে। সিরিজটির অভিনয়ে অনুরাগীদের কতটা খুশি করতে পারবেন সেটা এখন দেখার বিষয়।