সর্বশেষ
সেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি
জাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?
করমচা ফলের মতো
এআইয়ের দুর্বলতা শনাক্তে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেবে মাইক্রোসফট
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী
যেসব খাবার খেলে ঘুম ভালো হয়
রোদচশমায় মেহজাবীনের সামার পার্টি লুক
চশমা ছাড়াই বাচ্চাদের দৃষ্টি সমস্যা সমাধানে আসছে এল আই ড্রপ
আপনার মানসিক স্বাস্থ্যে বইয়ের ভূমিকা
বলিউডের এই বিদেশি তারকা, দেখে নিন তাঁদের আকর্ষণীয় যত লুক
গরমে আখের রস খাওয়া কতটা স্বাস্থ্যকর? কী বলছেন পুষ্টিবিদরা
আয়রনের ঘাটতিতে ভুগছেন
তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস গড়ি
বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না মিলা, আগ্রহীদের বললেন বায়োডাটা পাঠাতে
বেসরকারি ব্যাংকে সহকারী রিলেশনশিপ অফিসার পদে চাকরির সুযোগ

ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ নগরে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের মালগুদাম এলাকা থেকে দলটির নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি গাঙ্গিনারপাড় মোড়-নতুনবাজার হয়ে টাউন হলে মালগুদাম এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল নারী ধর্ষণ-নিপীড়ন বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট মিছিল বের করলে ময়মনসিংহ নগরের নতুনবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হামলা চালান। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক আরিফুল হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সহসভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহ্বায়ক জুঁই আহত হন।

হামলার প্রতিবাদে আজ বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা লাঠিতে পতাকা বেঁধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে মালগুদামে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এমদাদুল হক মিল্লাত, বাসদের (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, বাসদ জোনাল ইনচার্জ ইমাম হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নেতা আবদুর রব মোশাররফ প্রমুখ।

সমাবেশে বক্তারা গতকাল হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। সেই সঙ্গে সারা দেশে ধর্ষণ-নির্যাতনের বিচার ও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ