সর্বশেষ
সেজনি: অবসর ভেঙে ফিরে বার্সার হয়ে ইতিহাস লিখছেন যিনি
জাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?
করমচা ফলের মতো
এআইয়ের দুর্বলতা শনাক্তে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেবে মাইক্রোসফট
পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে পরীক্ষার মুখে ভারতের সামরিক বাহিনী
যেসব খাবার খেলে ঘুম ভালো হয়
রোদচশমায় মেহজাবীনের সামার পার্টি লুক
চশমা ছাড়াই বাচ্চাদের দৃষ্টি সমস্যা সমাধানে আসছে এল আই ড্রপ
আপনার মানসিক স্বাস্থ্যে বইয়ের ভূমিকা
বলিউডের এই বিদেশি তারকা, দেখে নিন তাঁদের আকর্ষণীয় যত লুক
গরমে আখের রস খাওয়া কতটা স্বাস্থ্যকর? কী বলছেন পুষ্টিবিদরা
আয়রনের ঘাটতিতে ভুগছেন
তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস গড়ি
বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না মিলা, আগ্রহীদের বললেন বায়োডাটা পাঠাতে
বেসরকারি ব্যাংকে সহকারী রিলেশনশিপ অফিসার পদে চাকরির সুযোগ

বেগমগঞ্জে বিধবাকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

নোয়াখালী জেলার বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরের দিকে বেগমগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়ির শাহানাজ আক্তারের (৪৫) বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙে অজ্ঞাতনামা ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত বসত ঘরে প্রবেশ করে। তখন দেশীয় অস্ত্র হাতে ডাকাত দলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। পরে তারা অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মুঠোফোন, স্বর্ণ ২ ভরি, নগদ ৪০ হাজার টাকা, ৮ পিস শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রীসহ ১ কার্টুন খেজুর লুট করে বীর দর্পে চলে যায়।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিক কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি একটি ছেলে ও দুটি মেয়ে নিয়ে ওই ঘরে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রতিরাতে বেগমগঞ্জ থানার কোনো না কোনো এলাকায় চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে। এ থানা এলাকায় ছিনতাই তো নিত্যনৈমিত্তিক ঘটনা। কোনো মানুষ বিপদে পড়ে ওসিকে ফোন করলে সে ফোন ধরে না। এমনকি সংবাদকর্মী পরিচয়ে ফোন করলেও কোনো সদুত্তর পাওয়া যায় না বলে সাংবাদিকরা অভিযোগ করেছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ