সাহারা ওয়ান চ্যানেলের একটি ধারাবাহিক দিয়ে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এরপর অনেক বছর পর ২০১৬ সালে কলকাতার জি বাংলা টেলিভিশনে ‘স্ত্রী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল নেহা আমনদীপকে। ২০২০ সাল পর্যন্ত টানা পর্দায় দেখা গেছে তাঁকে। পাঞ্জাবি হলেও বাংলার প্রতি নেহার টান অগাধ। তাই বিরতি নিয়ে আবার টালিপাড়ায় ফিরেছেন অভিনেত্রী।
অন্তর্মুখী নেহা সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় না হলেও তাঁর ভক্তরা কিন্তু অধীর আগ্রহে থাকেন, কখন অভিনেত্রী নিজের ফ্যাশনেবল ছবিগুলো শেয়ার করবেন। সম্প্রতি নেহা তাঁর চেনা আবরণ থেকে বের হয়ে কিছু ছবি ফ্যাশনিস্তাদের সঙ্গে শেয়ার করেছেন। আকর্ষণীয় চোখ, চমৎকার অবয়ব আর নিজস্ব আবেদনময়তায় ঘেরা তাঁর সৌন্দর্য আসলেই অন্য রকম। অভিনেত্রীর নানা আমেজের স্টাইলিশ ছবিগুলো দেখে আসি চলুন।
সাদা পোশাকের শুভ্রতায় অন্য রকম সুন্দর লাগছে নেহাকে। পরেছেন ব্রালেট আর সাইড স্লিট হাই ওয়েস্ট স্কার্ট।
কো–অর্ডের সঙ্গে গোলাপি আভার মিনিমাল মেকআপে সেজেছেন তিনি। ছেড়ে রাখা চুল, গলায় নিজের নাম লেখা সোনার লকেটসহ চেইন। আর হাতে হালকা অলংকার। ।
হল্টারনেক কালো গাউনের সঙ্গে সাদা পাথরের স্টেটমেন্ট নেকপিস আর সফট কার্ল হেয়ারস্টাইলে স্টাইলিশ নেহা।
বাঙালির সাজপোশাক বেশ পছন্দ পাঞ্জাবি মেয়ের। স্লিভলেস ব্লাউজের সঙ্গে শাড়ি পরেছেন অভিনেত্রী। অক্সিডাইসের জুয়েলারি আর স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন।
হাই ওয়েস্ট বটমের সঙ্গে সাদা ক্রপ টপ আর সিকুইনের জ্যাকেট পরেছেন অভিনেত্রী। আকর্ষণ যোগ করেছে স্টেটমেন্ট নেকপিস আর ছেড়ে রাখা চুল।
ওয়েস্টার্ন লুকে বেছে নিয়েছেন রঙিন টপ, বটম। লেয়ার স্টাইলে যুক্ত হয়েছে ফ্লোরাল জ্যাকেট।
সাদা চিকনকারি সালোয়ার–কামিজ পরে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। এথনিক লুকে বেশ সুন্দর লাগছে তাকে
হল্টার নেক ক্রপ টপ আর কার্গো প্যান্টের ‘অল ব্ল্যাক’ লুকে।
যেকোনো পোশাকেই তিনি সমান আকর্ষণীয়। এই লুকে পরেছেন গোলাপি কাটআউট আউটফিট। গোলাপি আভার মেকআপও নজর কাড়ছে।
লাল হুডিতে স্টাইলিশ নেহা ফ্রেমবন্দী হয়েছেন দার্জিলিংয়ে।
ছবি: ইন্সটাগ্রাম