‘কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী’ ঈদ সংগ্রহ সাজিয়েছে তাদের সিগনেচার হাতের কাজের নকশায়। আভিজাত্য ও আধুনিকতার সংমিশ্রণে পোশাকগুলো বিশেষভাবে নজর কাড়ছে ফ্যাশনিস্তাদের। সুপরিচিত অনলাইন ফ্যাশন উদ্যোগ কাদম্বরী এক্সক্লুসিভ বাই রজবী নিয়ে এসেছে বর্ণিল ঈদ কালেকশন। এই উদ্যোগটি জনপ্রিয় তাদের হাতের কাজের শাড়ি ও ব্লাউজের জন্য। ফ্যাশনসচেতন নারীদের জন্য এবারের সংগ্রহে আছে তাদের সিগনেচার হাতের কাজের বাহারি ডিজাইনের কুর্তি, টু পিস ও শাড়ি।