নাটকপাড়ার হালের সেনসেশন বলা যায় তাঁকে। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু রোমান্টিক কমেডি ঘরানার নাটকে জান্নাতুল সুমাইয়া হিমিকে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। অবশ্য এর আগেও অনেক নাটকেই অভিনয় করেছেন এই অভিনেত্রী। আকর্ষণীয় পর্দা উপস্থিতি তাঁর জনপ্রিয়তায় এনেছে আলাদা মাত্রা। তবে ইন্সটাগ্রাম বলছে, হিমি পর্দার বাইরেও কম আকর্ষণীয় নন। চলুন দেখে আসি তাঁর নজরকাড়া সব লুক।
নীল ট্রেন্ডি টপের সঙ্গে জিন্স পরেছেন হিমি
এখানে তাঁকে দেখা যাচ্ছে শ্বেতশুভ্র কুর্তির লুকে
লাল কামিজ আর লাল ঠোঁটে হিমি
সিকুইনের কালো টপ, রোদচশমা আর সাদা পাথরের নেকপিসে গ্ল্যাম লুকে দেখা যাচ্ছে তাঁকে
রয়েল ব্লু ফুলেল টেক্সচারের সিল্ক শাড়ির সঙ্গে মেরুন ভেলভেটের ব্লাউজ পরেছেন এই সুন্দরী নায়িকা
সবুজ টিশার্ট দিয়ে কালো হাই ওয়েস্টেড ট্রাউজার্সে স্মার্ট লাগছে তাঁকে
ওয়ান শোল্ডার লুকে ক্রস বডি ব্যাগে হিমি
গ্ল্যাম মেকওভার আর ওয়েট লুকে অন্যরকম লাগছে হিমিকে। সঙ্গে পরেছেন রূপালি সিকুইনের স্ট্র্যাপলেস ড্রেস
শট পিংক ফ্লেয়ার প্যান্ট আর ক্যাজুয়াল টপে হিমি
এখানে আবার হট পিংক শার্টের সঙ্গে কালো প্যান্ট ও স্নিকার্সের লুকে দেখা যাচ্ছে তাঁকে
ছবি: হিমির ইন্সটাগ্রাম