সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বড় নিয়োগ, পদ ১৩৫, সোমবারের মধ্যে আবেদন করুন

অনলাইন ডেস্ক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে (এমইএস) একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। এই প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উচ্চমান সহকারী (ইউডিএ)

পদসংখ্যা: ৮

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

২. পদের নাম: ড্রাফটসম্যান ক্লাস–সি

পদসংখ্যা:

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ড্রাফটসম্যানশিপে অন্যূন ছয় মাসের কোর্স সম্পন্ন হতে হবে।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৪০

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। এমএস ওয়ার্ড বা সমকার্যপোযোগী সফটওয়্যারে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন এক বছরের অভিজ্ঞতা। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: স্টোরম্যান

পদসংখ্যা: ২১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। এমএস ওয়ার্ড বা সমকার্যপোযোগী সফটওয়্যারে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন এক বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: এমটি ড্রাইভার

পদসংখ্যা: ১৯

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হালকা মোটরযান চালনার বৈধ লাইসেন্সসহ পেশাগত কাজে তিন বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: ফটোকপি অপারেটর

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনার অভিজ্ঞতা। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৭

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১৬

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৯. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

পদসংখ্যা: ২

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়স

আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন দাখিল–সংক্রান্ত কোনো সমস্যা হলে vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৬ থেকে ৯ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ মার্চ ২০২৫।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ