ঈদ উৎসবের আনন্দের রঙে বাড়তি মাত্রা যোগ করতে বরাবরের মতোই দেশীয় কাপড় ও উপকরণ ব্যবহার করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। পোশাকে ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল লুকের নান্দনিক উপস্থাপনা ক্রেতাদের ভালো লাগবে।
ঈদে নতুন পোশাকের অপেক্ষায় থাকে সবাই। এ উপলক্ষে বিশ্বরঙ তাদের পোশাকের সম্ভার সাজিয়েছে নতুন রূপে। ফ্যাশনসচেতন ব্যক্তিদের জন্য ব্র্যান্ডটি নিয়ে এসেছে বাহারি সব ট্রেন্ডি ডিজাইনের আউটফিট।
দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণে ঈদ আয়োজনটি সাজানো হয়েছে। সব শ্রেণির মানুষের জন্যই ভিন্ন কিছু যোগ করেছে ব্র্যান্ডটি। ছেলে, মেয়ে, শিশুসহ প্রাপ্তবয়স্ক সবার জন্যই আছে নানা ধরনের আউটফিট।
ঈদ সম্ভারে বিশেষ প্রাধান্য পেয়েছে মেয়েদের শাড়ি, সালোয়ার–কামিজ ও কুর্তির মতো ট্রেন্ডি পোশাক। অন্যদিকে ঈদে পরার জন্য ছেলেদের পাঞ্জাবির একটা বিশাল রেঞ্জ এনেছে বিশ্বরঙ।
এ ছাড়া শার্ট, ফতুয়া ও টি–শার্টের মতো গরমে পরার আরামদায়ক পোশাকও এনেছে তারা। এই কালেকশনের বৈচিত্র্যময় উপস্থাপনা ক্রেতাদের সন্তুষ্ট করবে নিশ্চিত।
উৎসবের রঙে বাড়তি মাত্রা যোগ করতে বরাবরের মতোই দেশীয় কাপড় ও উপকরণ ব্যবহার করেছে বিশ্বরঙ। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড়, যেমন সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিনেন, কাতান ও জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে।
রঙের ব্যবহারে কনট্রাস্ট কালারের পাশাপাশি নানা শেডের রংও ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসেবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশিকাঁথা, জারদৌসিসহ মিশ্র মাধ্যমের কারুকাজ। পোশাকগুলোয় ট্রেন্ডি ও ট্র্যাডিশনাল লুকের নান্দনিক উপস্থাপনা ফুটে উঠেছে।
এই ঈদে শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগের পাশাপাশি যে কেউ ঘরে বসে চাইলে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
ছবি: বিশ্বরঙ