রাহার মা আলিয়া। বলিউড সুইটহার্ট আলিয়া ভাট। এই মুহূর্তে বিটাউনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী বলাই যায় তাঁকে। ১৫ মার্চ ছিল তাঁর জন্মদিন। ৩২ বছর বয়সেই জাতীয় পুরস্কার জেতা থেকে শুরু করে মা হওয়া—সব মাইলফলক পেরিয়েছেন তিনি।
আর ‘রকি অওর রানিকি প্রেমকাহানি’ মুভিতে বাঙালি কন্যার চরিত্রে অভিনয় করার পর থেকে যেন শাড়িতে মজেছেন তিনি। সেই রানি চরিত্রের লুকের শিফন শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ট্রাডিশনাল ও ফিউশন শাড়ির লুকে একেবারে শাড়ির ‘রানি’ হয়ে উঠেছেন আলিয়া। এখন যেকোনো অনুষ্ঠানেই আলিয়াকে দেখা যায় শাড়িতে । আলিয়ার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে চোখ জুড়ানো সব শাড়ির লুক দেখে নেওয়া যাক তবে।
সাদা ফ্লোরাল শাড়িতে শুভ্র আলিয়া
অ্যান্টিক জরির কাজের ব্লাউজ আর শাড়িতে আলিয়া
ফ্লোরাল কারুকাজ করা হলুদ শাড়িতে আলিয়া। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ
ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা প্যাস্টেল পিঙ্ক রঙের শাড়িতে আলিয়া। পুরো শাড়ি সিকুইন দিয়ে সজ্জিত।
উজ্জ্বল লাল-গোলাপি শিফনে নায়িকা
আকর্ষণীয় স্লিভলেস স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে জুটি হয়েছে কালো শাড়ি
স্ট্র্যাপলেস ব্লাউজের সঙ্গে আলিয়া পরেছেন বহুবর্ণিল সিল্ক শাড়ি
স্ট্রাকচার্ড রুপালি ফেব্রিকের শাড়িতে আলিয়া । অব দ্য শোল্ডার ব্লাউজ সঙ্গে।
মেজেন্টা বেনারসি শাড়িতে গর্জিয়াস