ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। পুষ্টিবিদরা বলেন, রোজ একটা করে ডিম খাওয়া শরীরের জন্য ভাল। তবে ডিম শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, ঝকঝকে, নিখুঁত ত্বকের জন্যও ডিমের জুরি ভার। ডিমের সাদা অংশ ও কুসুম, দুই-ই রূপচর্চায় ব্যবহার করা যায়। সাদা অংশ ত্বকে বলিরেখা আটকায়, ত্বক থাকে টানটান। আর কুসুমের গুণে ত্বকে আর্দ্রতা বজায় থাকে। আপনার ত্বকের জন্য কোন অংশ প্রয়োজন, তা ত্বকের ধরন অনুযায়ী বুঝতে হবে। রইল ডিমের কয়েকটি ফেসপ্যাকের হদিশ-
একটি সেদ্ধ ডিমের কুসুম আলাদা করে নিন। কুসুমটির সঙ্গে এক চামচ মধু ভাল, এক চামচ দুধ ও এক চামচ বেসন ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকে এই ফেসপ্যাস ময়েশ্চারাইজ করে।
মুখের ব্ল্যাকহেডস তুলতেও ডিম দারুণ কাজ করে। যার জন্য একটি ডিমের কুসুমকে ভাল করে ফেটিয়ে নিন। এরপর তা ব্রাশে করে নাকের চারপাশে লাগিয়ে নিন। একটি টিসু পেপার লাগিয়ে নিন নাকের উপর। ডিমের প্রথম স্তরটি শুকিয়ে গেলে আরেকটি স্তর লাগান। শুকিয়ে গেলে কাগজগুলিকে টেনে তুলে ফেলুন। কাগজের সঙ্গে সহজেই উঠে আসবে ব্ল্যাকহেডস।
একটি ডিমের কুসুম, এক চামচ মধু এবং এক চামচ বাদাম তেল ভাল করে মিশিয়ে নিন। প্যাকটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা থাকলে এই প্যাক দারুণ কাজ দেয়।
একটি ডিমের কুসুম, এক চামচ ঘন ক্রিম এবং এক চামচ গাজরের রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাকটি ত্বকে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঈষৎ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল কার্যকরী ডিমের এই ফেসপ্যাক।