সর্বশেষ
কেন নারীদেরই বেশি রক্তশূন্যতা হয় কেন
একই সঙ্গে ফ্যাশন আর আবেদনে দশে দশ এই অভিনেত্রী, বলছে তাঁর সাম্প্রতিক যত লুক
বয়স বাড়লেও দৃষ্টি ঈগলের মতো রাখবে যে ৫ খাবার
রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কম
মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি
জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের
বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে বিদেশী বিনিয়োগ চান প্রধান উপদেষ্টা
১৩ মে সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্প
সারা দেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
আকর্ষণীয় ৬ লুকে চোখ ধাঁধালেন টালিউডের এই চেনা মুখ
মাঝরাত পর্যন্ত মোবাইল দেখেন, কী পরিণতি জেনে নিন?
তুলসী পাতার ফেসপ্যাক বাড়বে ত্বকের উজ্জ্বলতা
ত্বক পরিষ্কার করতে সাবানের বদলে এসব প্রাকৃতিক উপাদান ব্যবহারে যত উপকার
গুগলের এআই টুল যেভাবে আপনার ব্যক্তিগত বিউটি এক্সপার্ট হতে পারে
হোয়াটসঅ্যাপে স্টেগনোগ্রাফি ফাঁদ, হারাতে পারেন সর্বস্ব

লালবাগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, ওই নারীর স্বামী তাকে হত্যা করেছে। পুলিশও বলছে একই কথা।

বৃহস্পতিবার রাতে লালবাগের বিসি দাস স্ট্রিটের একটি বহুতল ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।

মৃত তাহিয়া তাসামিম (১৯) বিসি দাস স্ট্রিটের ভবনটির বাসিন্দা মো. তাজুল ইসলামের মেয়ে। বিয়ে হলেও দাম্পত্য কলহের জেরে বাবার বাড়িতে থাকতেন তাসামিম।

তাসামিমের বাবা তাজুল ইসলাম জানান, এক বছর আগে তাসামিম ও সাগরের বিয়ে হয়। পরে তাসামিম জানতে পারেন, তার স্বামী আগেও বিয়ে করেছেনে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে তাসামিম শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার দুই পরিবার আলোচনায় বসে। সেখানে তাজুল ইসলাম বলেন, সমাধান না হলে বিচ্ছেদ হয়ে যাক।

বৃহস্পতিবার রাতে তাসামিম বাসায় একা ছিলেন। তার বাবা নামাজ পড়তে গিয়েছিলেন। আর মা কর্মস্থলে ছিলেন।

তাজুল ইসলাম বলেন, ‘আমি যাওয়ার আগে মেয়েকে বলে গিয়েছিলাম, কেউ আসলে দরজা যেন না খুলে। কিন্তু তার স্বামী দারোয়ানকে ডেকে দরজা খুলে ভেতরে ঢুকে। পরে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখি খাটের পাশে মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। মেয়ের মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। আমি বুঝতে পারি, সাগর তাকে মেরে পালিয়েছে। পরে রাত সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানার পুলিশকে জানানো হয়েছে।’

স্থানীয় বাসিন্দারা বলেন, তাসামিম ও সাগরের মধ্যে আগে থেকেই টানাপোড়ন চলছিল। এর আগেও সাগর তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাসামিম স্বামীর বাড়িতে যেতে রাজি ছিলেন না।

লালবাগ থানার ওসি ক্যশৈনু বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় আসেন। ভেতর থেকে দরজা না খুললে, তিনি দারোয়ানকে নিয়ে দরজার সামনে যান। পরে নিহত মেয়েটি দরজা খুললে দারোয়ান স্বাভাবিকভাবে নিচে চলে যায়। প্রায় ১৫ মিনিট পর তার স্বামী বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে নিহতের বাবা বাসায় এসে দেখেন, রুমের দরজা ভেতর থেকে আটকানো। দরজা খুলে তিনি দেখেন, মেয়েটি মেঝেতে পড়ে আছে, আর ফ্যানের সঙ্গে একটি ছেঁড়া ওড়না ঝুলছে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ