জেফারের স্টাইল স্টেটমেন্ট একেবারেই আলাদা। এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে এর আগেও পর্দায় দেখা গিয়েছে। এখন চরকির সাড়া জাগানো ওয়েবসিরিজ মাইশেলফ অ্যালেন স্বপনের নতুন সিজনে তাঁকে দেখা যাচ্ছে নতুন ‘বৈয়াম পাখি’ রূপে।
শিহাব শাহীনের এই সিরিজের প্রথম সিজনে দাগী আসামী নাসীর আলী খানের বিপরীতে রাফিয়াথ রশীদ মিথিলা আকর্ষণ ছড়িয়েছিলেন বৈয়াম পাখি গানে। আর এবার সিকুয়েলে বৈয়াম পাখি ২.০ গানে লাইমলাইটে এসেছেন জেফার। চলুন তবে এই নতুন বৈয়াম পাখির সাম্প্রতিক কিছু স্টাইলিশ লুকে দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।
সাদা টপ আর ডিস্ট্রেসড ডেনিম শর্টসে জেফার
স্ট্রাপলেস অফ হোয়াইট জাম্পস্যুট পরেছেন তিনি এখানে
কালো স্লিভলেস ড্রেসে এক ঢাল চুলে আকর্ষণ ছড়াচ্ছেন এই গায়িকা
সিম্পল ট্যান রঙের শার্টে আবেদনময়ী জেফার
স্লিভলেস ম্যাচিং ব্লাউজ দিয়ে কালো শারিতে অন্যরকম লাগছে তাঁকে
জ্যাকেট, লাল ঠোঁট আর সিগনেচার চুলের স্টাইল তাঁকে আলাদা করে
স্ট্র্যাম্পলেস সিকুইনের কালো বডিকন ড্রেস পরেছেন জেফার
রেডহেড জেফার
ওভারসাইজড সাদা শার্ট আর রোদচশমায় মন মাতাচ্ছেন তিনি
ছবি: জেফারের ইন্সটাগ্রাম