‘লাপাতা লেডিস’ সিনেমা দিয়ে একেবারে লাইমলাইটে চলে আসেন দুই স্বল্প পরিচিত অভিনেত্রী। হারিয়ে যাওয়া নববধূর ভূমিকায় অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন এখানে নিতানশি গোয়েল ও প্রতিভা রানটা। এরপর নিতানশিকে সব জায়গায় দেখা গেলেও কিছুটা অন্তরালে যেন প্রতিভা।
২৪ বছর বয়সী এই অভিনেত্রীকে বলি-পাড়ায় খুব একটা খুঁজেই পাওয়া যায় না। বড় কোনো ব্যানারের সিনেমাও করছেন না আপাতত। কোথায় হারালেন এই হারিয়ে যাওয়া বউ তবে? ইন্সটাগ্রাম বলছে, এই ফ্যাশনিস্তা অভিনেত্রী ফ্যাশন দুনিয়ায় নিজের পাকাপোক্ত অবস্থান গড়ছেন এই সময়ে।
ডিপ কাউল নেক স্লিভলেস ড্রেসে বেল্টেড লুক। কালো হিলস হাতেই রেখেছেন রেড লিপের প্রতিভা
ক্রিমরঙা স্লিপ ড্রেস পরেছেন তিনি এখানে
স্টাইলিশ মিনিড্রেস, হ্যান্ড ব্যাগ আর হিলসে প্রতিভা
কসমোপলিটানে এমন জেন-জি ভাইবে জিন্স আর ক্রকসে কভারগার্ল হয়েছেন এই অভিনেত্রী
গ্রাজিয়ার কভারে কালো ট্যাংক টপের সঙ্গে ম্যাচিং শিমারি ধূসর জ্যাকেট ও মিনিস্কার্টে দেখা যাচ্ছে তাঁকে
সবুজ নেটের থাই স্লিট ড্রেসের ভেতরে ম্যাচিং ব্রালেট আর ওপরে ম্যাচ করা সবুজ শর্ট ব্লেজার পরেছেন প্রতিভা
শিপনেক স্লিভলেস ব্লাউজে ক্ল্যাসিক শাড়ির লুকে মন মাতাচ্ছেন তিনি
ফিউশন শাড়ির লুকে কালো ব্রালেট নজর কাড়ছে
স্ট্র্যাপলেস বেবি পিংক মিনিড্রেস আর স্ট্যাপড হিলসে মোহনীয় প্রতিভা
ছবি: প্রতিভার ইন্সটাগ্রাম