বিজ্ঞানের হাত ধরে দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অন্যদিকে রোবটের প্রযুক্তিগত উন্নয়ন। সব মিলিয়ে নাকি নারীর সঙ্গী হিসেবে পুরুষদের জায়গা নিয়ে নিতে পারে রোবোটরা। খুব বেশি সময় বাকিও নেই সেই দিনের। একটি ব্রিটিশ পত্রিকার সাম্প্রতিক প্রতিবেদন বলছে, ২০৫০ সালের মধ্যেই রোবটের সঙ্গে যৌন মিলন, মানুষের সঙ্গে সঙ্গম করার থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক থেকে দুই দশকের মধ্যেই শয়নকক্ষে প্রবেশ করে যৌন সঙ্গমকারী রোবট। উদাহরণ হিসাবে বলা যায়, ইতিমধ্যেই ‘সেক্সবট’ নামের একটি সংস্থা পুরুষদের যৌন সুখ প্রদানকারী রোবট তৈরি করে ফেলেছে বলে দাবি করছে বলে শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বে। কিন্তু সংস্থাটির দাবি, মহিলা রোবটের চেয়েও বেশি জনপ্রিয় হতে পারে পুরুষ রোবট। কারণ কী?
প্রতিবেদনে বলা হয়েছে, সমীক্ষা অনুসারে কেবল মাত্র ২৫ শতাংশ নারী সঙ্গীর সঙ্গে সঙ্গম করার সময় চরম সুখ বা ‘অর্গ্যাজম’ পর্যন্ত পৌঁছতে পারেন। অর্থাৎ অধিকাংশ নারীই পুরুষ সঙ্গীর থেকে পুরোপুরি সুখ পান না। আর এখানেই কাজে আসতে পারে ‘আদর রোবট’। একই কথা জানিয়েছেন বিখ্যাত মনোবিদ ট্রেসি কক্স-ও। ট্রেসি এও দাবি করেছেন, শুধু শারীরিক দিক থেকে নয়, যেভাবে এআই এগোচ্ছে তাতে আগামী দিনে মানসিক সহায়তার জন্যেও মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীল হবেন না এ কথা জোর দিয়ে বলা যায় না।