সর্বশেষ
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রীর ও সন্তানদের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:গাইবান্ধা-০৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাও. শাহ আলম ফয়েজী
জায়েদ খানের নতুন অধ্যায় শুরু, প্রথম সঙ্গী তানজিন তিশা
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি
সুয়ারেজ লাইন যেন মশার আঁতুড়ঘর
শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন
ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?
৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে
চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সিএনএনের বিরুদ্ধে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ’র মন্তব্যের নিন্দা জানাল ইরান
নির্বাচন নিয়ে ফের সন্দেহ-অনিশ্চয়তার কথা কেন আসছে?
পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে
বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!

৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর

অনলাইন ডেস্ক

বছর ঘুরে ওয়েডিং সিজন তো চলেই এলো। বিয়েতে শাড়ি-গয়নার পাশাপাশি মেহেদির গুরুত্বও কম নয়! দু’হাত হাত ভর্তি করে মেহেদি পরলে কনের সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। তবে হ্যাঁ, মেহেদির রং যদি মনমতো না হয়, তাহলে কিন্তু মেহেদির নকশা সুন্দর হলেও তা ঠিক মতো ফুটে ওঠে না, আবার মনও খারাপ হয়ে যায়। আজকের ফিচারে শেয়ার করছি সহজ ৬টি টিপস যা আপনাদের মেহেদির রং করে তুলবে আরো গাঢ় ও সুন্দর।

কেন সবার হাতে মেহেদির রং এক রকম হয় না?

অনেকেই অভিযোগ করেন, তাদের হাতে নাকি মেহেদির রং কখনোই সুন্দর আসে না। আসলে মেহেদির রং কতটুকু গাঢ় দেখাবে তা একেকজনের স্কিন টেক্সচার, স্কিন টোন ইত্যাদির উপর অনেকাংশেই নির্ভরশীল। এ কারণে আপনারা দেখতে পাবেন একই ব্র্যান্ডের মেহেদি পরলেও একেকজনের হাতে মেহেদির রং একেক রকম আসে।

মেহেদির রং সুন্দর করার ৬টি টিপস

অনেক সময় কিছু ভুলের কারণে কিংবা কিছু ট্রিক না জানার কারণে দেখা যায় মেহেদির রং মন মতো হয়নি। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক মেহেদির রং সুন্দর করার সেই দারুণ কার্যকরী উপায়গুলো –

ন্যাচারালি মেহেদি শুকানোর চেষ্টা করুন

মেহেদি পরে তা শুকানো পর্যন্ত বসে অপেক্ষা করার সময় বা সুযোগ থাকে না বলে অনেকেই হেয়ার ড্রাইয়ারের সাহায্য নিয়ে মেহেদি শুকানোর চেষ্টা করেন। এতে করে যেমন মেহেদির ডিজাইন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার মনমতো রংও পাওয়া যায় না। তাই যত তাড়াই থাকুক না কেন, ন্যাচারালি মেহেদি শুকিয়ে নিন।

লেবু চিনির মিশ্রণ অ্যাপ্লাই করুন

মেহেদির রং গাঢ় করার একদম সহজ ও ঘরোয়া একটি উপায় হলো মেহেদির উপর লেবু ও চিনির মিশ্রণ অ্যাপ্লাই করা। এই মিশ্রণটি মেহেদির রং সুন্দর ও দীর্ঘস্থায়ী করতে বেশ কাজে আসে।

প্রথমে একটি বাটিতে লেবুর রস ও পরিমাণমতো চিনি মিশিয়ে নিন। মিশ্রণের টেক্সচার খুব বেশি ঘন বা পাতলা হওয়া যাবে না। মেহেদি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর একটি কটন বলের সাহায্যে এই মিশ্রণটি খুব সাবধানে মেহেদির উপর অ্যাপ্লাই করে নিন। তবে খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে যাবেন না, কেননা তাতে করে লেবুর কারণে মেহেদির রং অতিরিক্ত হালকা হয়ে যেতে পারে।

মেহেদি শুকানোর পরও কয়েক ঘন্টা অপেক্ষা করুন

অনেকেই আছেন যারা মেহেদি পরার পর তা শুকিয়ে যাওয়ার সাথে সাথে উঠিয়ে ফেলেন। এতে করে দেখা যায় মেহেদির রং সুন্দর হয় না এবং খুব দ্রুত হালকা হয়ে যায়। একটি বিষয় সবসময় মনে রাখবেন। ইনস্ট্যান্ট মেহেদি পরলে কয়েক মিনিটে গাঢ় রং পাওয়া গেলেও সাধারণ বা অর্গানিক মেহেদির ক্ষেত্রে মেহেদি যত বেশি সময় রাখা হয়, মেহেদির রং তত সুন্দর হয়। তাই শুকিয়ে যাওয়ার সাথে সাথেই মেহেদি উঠিয়ে ফেলবেন না। আগে ধৈর্য ধরে কয়েক ঘন্টা অপেক্ষা করুন এবং তারপর মেহেদি উঠিয়ে নিন।

ক্লোভ হিটের সাহায্য নিন

মেহেদির রং গাঢ় লাল করে তুলতে ক্লোভ হিট বা লবঙ্গের ধোঁয়া অনেক কাল আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। প্রথমে একটি প্যানে কয়েক টুকরো লবঙ্গ নিয়ে সেটি ভালোমতো গরম করে নিন। তারপর যখন ধোঁয়া উঠতে শুরু হবে, তখন আপনার হাত প্যানের উপরে রাখুন। যতক্ষণ পর্যন্ত এই হিট সহনীয় মনে হবে, ততক্ষণ পর্যন্ত হাত প্যানের উপরে রাখুন। দেখবেন, মেহেদির রং মন মতো হবে।

মেহেদি উঠানোর পর হাতে পানি লাগাবেন না

মেহেদি তুলে ফেলার পর অতিরিক্ত পানি লাগালে মেহেদির উপরের লেয়ার উঠে যায় এবং রং আর সুন্দর হয় না। তাই মেহেদি উঠানোর পর অন্ততপক্ষে ২৪ ঘণ্টা হাতে খুব বেশি পানি লাগানো থেকে বিরত থাকুন।

অ্যাসেনশিয়াল অয়েল অ্যাপ্লাই করুন

রোজমেরি অয়েল, ইউক্যালিপটাস ওয়েল কিংবা ক্লোভ অয়েলের মতো অ্যাসেনশিয়াল অয়েল মেহেদির রং গাঢ় করে তুলতে বেশ ভালো কাজ করে। তাই মেহেদি শুকিয়ে যাওয়ার পর কয়েক ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল অ্যাপ্লাই করতে পারেন।

তাহলে জানা হয়ে গেলো ৬টি টিপস যা আপনার মেহেদির রং করে তুলবে গাঢ় ও সুন্দর! আশা করি এই টিপসগুলো সঠিকভাবে ফলো করলে আপনাদের সবার মেহেদির রং সুন্দর হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ