রাজধানীর রামপুরার পলাশবাগ এলাকায় একটি সিএনজি ও অটোরিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় মাত্র এক ঘণ্টার মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৩৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৬টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নেভায়। তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে রোববার সন্ধ্যায় রামপুরায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।