বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছে।
বুধবার দুপুরে টঙ্গী বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী দল নয়, তাদের ভেতর কোনো দেশপ্রেম নেই। তারা ভারতের আধিপত্যবাদে বিশ্বাসী একটি তাবেদার দল।
তিনি আরও বলেন, জীবনবাজি রেখে যুদ্ধ করে পিন্ডির হাত থেকে দেশকে স্বাধীন করেছি দিল্লির গোলামি করার জন্য নয়।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা যেভাবে দেশে লুটপাট করেছে, এখন আমাদের দলের কিছু কিছু নেতাও আওয়ামী লীগের মতো লুটপাট শুরু করেছে। এগুলো বন্ধ করতে হবে।
বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদের সভাপতিত্বে ও টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, মফিজ উদ্দিন, লোকমান হোসেন, সাংবাদিক মোস্তফা আমীর ফয়সল, শেখ আজিজুল হক, মো. জাকির হোসেন, লুৎফুজ্জামান লিটন, আব্দুল আলীম, সোহেল চৌধুরী প্রমুখ।