চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরাসহ আফসার আলী (২৮) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। বিশেষ কায়দায় কোমরে করে তিনি স্বর্ণগুলো বহন করছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকাল ৪টায় দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটক আফসার আলী দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে। খবর পেয়ে বিজিবি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ছয়ঘড়িয়া প্রাইমারি স্কুলের কাছে অবস্থান করে। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে তল্লাশি করে। তার কোমরে থাকা একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে ভেতরে থেকে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরা উদ্ধার করে। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা ও দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে।